Amazon.in থেকে পাওয়া যাচ্ছে Jio Phone গিফট কার্ড। Jio –র তরফ থেকে Gadgets360 কে এই কথা জানানো হয়েছে। Amazon লিস্টিং এ জানানো হয়েছে Jio Phone গিফট কার্ড কিনলে তা কোন ভাবেই ফেরত দেওয়া যাবে না।
দীপাবলীর আগে প্রিয়জনকে Jio Phone উপহার দেওয়ার জন্যই লঞ্চ হয়েছে Jio Phone গিফট কার্ড
Jio Phone গিফট কার্ডের সুচনা করল Reliance Jio। এই গিফট কার্ডের মাধ্যমে মাত্র 1095 টাকায় Jio Phone কেনা যাবে। প্রসঙ্গত Jio Phone মনসুন হাঙ্গামা অফারে মাত্র 501 টাকায় Jio Phone পাওয়া যাচ্ছিল। এর পরে 594 টাকা ছয় মাসের রিচার্জের জন্য ব্যবহার হবে। 14,99 টাকা রিফান্ডেবেল ডিপোজিটের মাধ্যমে কেনা যায় Jio Phone।
Amazon.in থেকে পাওয়া যাচ্ছে Jio Phone গিফট কার্ড। Jio –র তরফ থেকে Gadgets360 কে এই কথা জানানো হয়েছে। Amazon লিস্টিং এ জানানো হয়েছে Jio Phone গিফট কার্ড কিনলে তা কোন ভাবেই ফেরত দেওয়া যাবে না। দীপাবলীর আগে প্রিয়জনকে Jio Phone উপহার দেওয়ার জন্যই লঞ্চ হয়েছে Jio Phone গিফট কার্ড।
এই গিফিট কার্ডে ছয়টি 99 টাকা রিচার্জ থাকবে। 99 টাকা রিচার্জে Jio Phone গ্রাহকরা দিনে 500MB ডাটা, আনলিমিটেড কল ও রোজ 100টি SMS ব্যবহার করতে পারবেন। এই রিচার্জের ভ্যালিডিটি 30 দিন। এই টাকা গ্রাহকের অ্যাকাউন্টে ছয়টি ব্যাক-টু-ব্যাক রিচার্জ হিসাবে যোগ হবে। এর সাথেই এই গিফট কার্ডের সাথেই বিনামূল্যে 6GB ডাটা পাওয়া যাবে। এর ফলেই 1095 টাকা Jio Phone গিফট কার্ডে মোট 96GB ডাটা ব্যবহার করা যাবে।
99 টাকার প্যাক ছাড়াও Jio Phone এর জন্য আরও দুটি রিচার্জ প্যাক রয়েছে। 49 টাকা রিচার্জে 1GB ডাটার সাথে পাওয়া যায় আনলিমিটেড কল আর রোজ 100টি SMS এর সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। 153 টাকা প্ল্যানে রোজ 1.5GB ডাটাড় সাথেই পাওয়া যায় আনলিমিটেড কল, দিনে 100টি SMS আর সব Jio অ্যাপ ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Microsoft CEO Satya Nadella Will Reportedly Visit India in December; Could Address Two AI Conferences
Gemini for Home Voice Assistant Early Access Rollout Begins: Check Compatible Speakers, Displays