শুরুতে শুধুমাত্র বড় শহরগুলিতে 4G পাওয়া গেলেও আজকাল গ্রমীন ভারতেও সহজেই মেলে হাই স্পিড এই মোবাইল নেটওয়ার্ক। তবে 4G নেটওয়ার্ক পাওয়ার বিষয়ে সারা ভারতে এক নম্বরে রয়েছে কলকাতা।
সারা দেশে ক্রমশ ছড়িয়ে পড়ছে 4G নেটওয়ার্ক। শুরুতে শুধুমাত্র বড় শহরগুলিতে 4G পাওয়া গেলেও আজকাল গ্রমীন ভারতেও সহজেই মেলে হাই স্পিড এই মোবাইল নেটওয়ার্ক। তবে 4G নেটওয়ার্ক পাওয়ার বিষয়ে সারা ভারতে এক নম্বরে রয়েছে কলকাতা। শহরের 90 শতাংশ স্থানেই 4G পাওয়া যায়। এই তথ্য জানিয়েছে লন্ডনের ওয়্যারলেস কভারেজ ম্যাপিং কোম্পানি OpenSignal।
সারা দেশে মোট 22 টি টেলিকম সার্কেলের মধ্যে এক নম্বরে রয়েছে কলকাতা। তবে দেশের বাকি 21 টি সার্কেলেও 80 শতাংশের বেশি স্থানে 4G নেওটওয়ার্ক পাওয়া যায় বলে জানানো হয়েছে। পাঞ্জাবে 89.2 শতাংশ, মধ্যপ্রদেশে 89.1 শতাংশ ও উড়িষ্যায় 89 শতাংশ স্থানে 4G নেটওয়ার্ক পাওয়া যায়।
এই রিপোর্টে ভারতে 4G নেটওয়ার্কের বিশাল আগ্রগতির কথা বলা হয়েছে। এক বিবৃতিতে OpenSignal জানিয়েছে, “2018 সালের মে মাস থেকে 90 দিন ধরে ভারতের 22 টি সার্কেলে 4G নেটওয়ার্ক কেমন পাওয়া যায় তা নিয়ে সমীক্ষা শুরু করি। এই সমীক্ষায় এক নম্বরে রয়েছে কলকাতা। কলকাতার 90.7 শতাংশ স্থানে 4G” নেটওয়ার্ক পাওয়া যায়।”
এপ্রিল মাসের সমীক্ষায় বেঙ্গালুরু, দিল্লি ও মুম্বাইকে হারিয়ে দেশে 4G কভারেজে এক নম্বর স্থান দখন করেছিল পাটনা। সেই সময় দেশে মোট 20 টি বড় শহরের মধ্যে 4G কভারেজে মুম্বাই 15 নম্বর ও দিল্লি 17 নম্বরে ছিল।
নতুন এই রিপোর্টে সারা দেশের মোট 20 টি বড় শহরের মধ্যে 4G কভারেজে দিল্লি 12 নম্বরে ও মুম্বাই 13 নম্বরে রয়েছে।
ভারতে 4G নেটওয়ার্ক প্রসারণে বড় ভুমিকা নিয়েছে Reliance Jio। এর ফলেই দেশের মোট 23.8 কোটি 4G ব্যবহারকারীর মধ্যে 8.3 কোটি গ্রাহক গ্রামীন ভারতে থাকেন।
এক সমীক্ষায় জানানো হয়েছে 2020 সালে ভারতের মোট 4G গ্রাহকের 35 শতাংশ 4G ফিচারফোন ব্যবহার করবেন। 2020 সালে ভারতে মোট 43.2 কোটি গ্রাহক 4G নেটওয়ার্ক ব্যবহার করবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
AI-Assisted Study Finds No Evidence of Liquid Water in Mars’ Seasonal Dark Streaks