4G কভারেজে সারা দেশে কত নম্বরে কলকাতা?

শুরুতে শুধুমাত্র বড় শহরগুলিতে 4G পাওয়া গেলেও আজকাল গ্রমীন ভারতেও সহজেই মেলে হাই স্পিড এই মোবাইল নেটওয়ার্ক। তবে 4G নেটওয়ার্ক পাওয়ার বিষয়ে সারা ভারতে এক নম্বরে রয়েছে কলকাতা।

4G কভারেজে সারা দেশে কত নম্বরে কলকাতা?
বিজ্ঞাপন

সারা দেশে ক্রমশ ছড়িয়ে পড়ছে 4G নেটওয়ার্ক। শুরুতে শুধুমাত্র বড় শহরগুলিতে 4G পাওয়া গেলেও আজকাল গ্রমীন ভারতেও সহজেই মেলে হাই স্পিড এই মোবাইল নেটওয়ার্ক। তবে 4G নেটওয়ার্ক পাওয়ার বিষয়ে সারা ভারতে এক নম্বরে রয়েছে কলকাতা। শহরের 90 শতাংশ স্থানেই 4G পাওয়া যায়। এই তথ্য জানিয়েছে লন্ডনের ওয়্যারলেস কভারেজ ম্যাপিং কোম্পানি OpenSignal।

সারা দেশে মোট 22 টি টেলিকম সার্কেলের মধ্যে এক নম্বরে রয়েছে কলকাতা। তবে দেশের বাকি 21 টি সার্কেলেও 80 শতাংশের বেশি স্থানে 4G নেওটওয়ার্ক পাওয়া যায় বলে জানানো হয়েছে। পাঞ্জাবে 89.2 শতাংশ, মধ্যপ্রদেশে 89.1 শতাংশ ও উড়িষ্যায় 89 শতাংশ স্থানে 4G নেটওয়ার্ক পাওয়া যায়।

এই রিপোর্টে ভারতে 4G নেটওয়ার্কের বিশাল আগ্রগতির কথা বলা হয়েছে। এক বিবৃতিতে OpenSignal জানিয়েছে, “2018 সালের মে মাস থেকে 90 দিন ধরে ভারতের 22 টি সার্কেলে 4G নেটওয়ার্ক কেমন পাওয়া যায় তা নিয়ে সমীক্ষা শুরু করি। এই সমীক্ষায় এক নম্বরে রয়েছে কলকাতা। কলকাতার 90.7 শতাংশ স্থানে 4G” নেটওয়ার্ক পাওয়া যায়।”

এপ্রিল মাসের সমীক্ষায় বেঙ্গালুরু, দিল্লি ও মুম্বাইকে হারিয়ে দেশে 4G কভারেজে এক নম্বর স্থান দখন করেছিল পাটনা। সেই সময় দেশে মোট 20 টি বড় শহরের মধ্যে 4G কভারেজে মুম্বাই 15 নম্বর ও দিল্লি 17 নম্বরে ছিল।

নতুন এই রিপোর্টে সারা দেশের মোট 20 টি বড় শহরের মধ্যে 4G কভারেজে দিল্লি 12 নম্বরে ও মুম্বাই 13 নম্বরে রয়েছে।

ভারতে 4G নেটওয়ার্ক প্রসারণে বড় ভুমিকা নিয়েছে Reliance Jio। এর ফলেই দেশের মোট 23.8 কোটি 4G ব্যবহারকারীর মধ্যে 8.3 কোটি গ্রাহক গ্রামীন ভারতে থাকেন।

এক সমীক্ষায় জানানো হয়েছে 2020 সালে ভারতের মোট 4G গ্রাহকের 35 শতাংশ 4G ফিচারফোন ব্যবহার করবেন। 2020 সালে ভারতে মোট 43.2 কোটি গ্রাহক 4G নেটওয়ার্ক ব্যবহার করবেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy S25 FE লঞ্চ হল, চমক ফিচার্সে, 7 বছর Android আপডেট মিলবে
  2. Tecno Pova Slim 5G: বিশ্বের সবচেয়ে পাতলা ফোন ভারতে এল, দাম জেনে নিন
  3. Jio পুজোর আগে বাম্পার অফার আনল, রিচার্জ করলে 3,000 টাকার ভাউচার ফ্রি
  4. ভাঙবে না, ভিজবেও না, মাত্র 6,399 টাকায় দেশের সবচেয়ে সস্তা মিলিটারি ফোন আনল Itel
  5. পুজোর মুখে জোড়া ধাক্কা, জোমাটোর পর খাবার অর্ডার করার খরচ বাড়াল Swiggy
  6. Samsung-এর জোড়া চমক, Galaxy S25 FE ও Galaxy Tab S11 সিরিজ লঞ্চ হচ্ছে আগামীকাল
  7. Motorola Edge 60 Neo ট্রিপল ক্যামেরা, OLED ডিসপ্লে সহ আসছে, পুজোর আগে লঞ্চ হতে পারে
  8. 6,000mAh ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে লঞ্চ হল Oppo A5i Pro 5G
  9. পুজোর আগে ফি বাড়িয়ে দিল Zomato, বিরিয়ানি, চাইনিজ অর্ডার করতে 20 শতাংশ বেশি খরচ
  10. বিদ্যুতের গতিতে চার্জ হবে iQOO 15, ডিসপ্লে ও ক্যামেরায় চমকে দেবে সবাইকে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »