জিও কোম্পানীর প্রিয়েইড গ্রাহকদের জন্য এলো সুখবর, পেয়ে যাবেন একবার প্রিপেইড রিচার্জের বিনিময়ে Netflix দেখার সুযোগ

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 2 সেপ্টেম্বর 2024 12:42 IST
হাইলাইট
  • রিলায়েন্স জিওর Netflix সমর্থিত প্রিপেইড প্ল্যানগুলি সীমাহীন কল করার ব্
  • এই প্ল্যানগুলি দৈনিক 3GB পর্যন্ত উচ্চ গতির ডেটার অনুমতি দেয়
  • রিলায়েন্স জিও Netflix প্রিপেইড প্ল্যানের দাম 300 পর্যন্ত বাড়ানো হয়েছ

Reliance Jio Netflix prepaid plans come with 84 days validity

রিলায়েন্স জিও তাদের বিনামূল্যে Netflix ব্যবহারের অগ্রিম রিচার্জের পরিকল্পনাটির দাম বাড়িয়েছে। অর্থাৎ এবার থেকে জিওর সংশোধিত প্রিপেইড প্ল্যানগুলির সাথে বিনামূল্যে Netflix উপভোগ করার সুবিধা পাওয়া যাবে। বর্তমানে ভারতে সমস্ত টেলিকম কোম্পানি তাদের প্রতিটি প্রিপেইড এবং পোস্টপেইড উভয় পরিকল্পনার ক্ষেত্রেই দাম বৃদ্ধি করেছে, তাই জিও কোম্পানী সেই পথ অনুসরণ করেছে। বিগত 3 জুলাই থেকে রিলান্স জিও দ্বারা প্রস্তাবিত মূল্যেই বৃদ্ধিটি তাদের প্রতিটি পরিকল্পনাতেই লাগু করা হয়েছে। জিও র পাশাপাশি অন্যান্য প্রতিযোগী কোম্পানী যেমন ভোডাফোন আইডিয়া, ভারতীয় এয়ারটেল এরাও তাদের প্রিপেইড এবং পোস্টপেইড উভয় পরিকল্পনার ক্ষেত্রেই দাম বৃদ্ধি করেছিল। গ্রাহকদের জন্য সংশোধিত জিও প্রিপেইড প্লানগুলির সমন্বয়ে ,বিনামূল্যে Netflix এর সদস্যপদের সুবিধাটি 84 দিনের বৈধতার সাথে উপলব্ধ হতে চলেছে।

Reliance জিওর প্রিপেইড প্ল্যানগুলির সাথে Netflix এর সদস্যপদের উপলব্ধিতা:

রিলায়েন্স জিওর প্রিপেইড পরিকল্পনার সাথে netflix এর সদস্যপদের সুবিধাটি এখন মাত্র 1,299 এবং 1,799 টাকায় উপলব্ধ হতে চলেছে। নামক একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এই পরিকল্পনাগুলি আগে যথাক্রমে 1,099 এবং 1,499 টাকায় তালিকাভুক্ত করা হয়েছিল।

জিও-র 1,299 টাকার প্রিপেইড পরিকল্পনাটির মধ্যে Netflix -মোবাইলে দেখার সুবিধাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। কোম্পানীর পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে যে, এই 1,299 টাকার প্রিপেইড পরিকল্পনাটি গ্রাহকদের শুধুমাত্র একটি স্মার্টফোন বা একটি ট্যাবলেট ,যে কোনো একটি ডিভাইস দ্বারা একবারই Netflix এর সদস্যদের মাধ্যমে ভিডিও চালনা করতে সক্ষম হবে। এই প্ল্যান দ্বারা Netflix অ্যাপের মাধ্যমে গ্রাহকরা সর্বোচ্চ 480P গুণমান সমৃদ্ধ ভিডিও দেখতে পারবেন।

সেখানে অন্যদিকে সামান্য মূল্য বৃদ্ধির মাধ্যমে 1,799 টাকার বিনিময়ে Netflix এর বেসিক প্ল্যানটি পাওয়া যাবে। এই বেসিক প্ল্যানটির মাধ্যমে গ্রাহকরা যে কোনো ডিভাইস ,যেমন - ফোন, ট্যাবলেট ,স্মার্টটিভি, ল্যাপটপ ইত্যাদির মাধ্যমে Netflix এর সদস্যপদ ব্যবহার করে যে কোনো ভিডিও চালানোর অনুমতি পাবে।

জিও দ্বারা প্রস্তাবিত পরিকল্পনার সাথে Netflix এর সুবিধাটি 84 দিনের বৈধতার সাথে উপলব্ধ হতে চলেছে।
কোম্পানীর পক্ষ থেকে, প্রস্তাব অনুমোদন করা হয়েছে যে, গ্রাহকরা তাদের প্রতিটি রিচার্জের বিনিময়ে তিন মাসের জন্য Netflix -এর সদস্যপদের সুবিধাটি পাবেন। এটি ছাড়াও গ্রাহকরা এই প্যাকেজটির মাধ্যমে 5g সমর্থিত সীমাহীন সংযোগ স্থাপন, প্রতিদিন 100 টি করে sms এবং সীমাহীন ভাবে কল করার সুবিধাটি পাবেন।

যাইহোক এখানে এটি লক্ষ করা খুবই গুরুত্বপূর্ণ যে, এই পরিকল্পনাগুলির মধ্যে 5g এর অপরিসীম সংযোগের যে সুবিধাটি আছে, সেটি ব্যবহারকারীর বা গ্রাহকদের নিজস্ব বসবাসকারী এলাকার 5g সংযোগের উপলব্ধির উপর নির্ভর করে।
1,299 এবং 1,799 টাকার জিও প্রিপেইড পরিকল্পনাগুলো দাবি করে যে,এটি ক্রমে দৈনিক 2জিবি এবং 3জিবি উচ্চগতির ডেটাকে সমর্থন করে থাকবে। এই সীমার পরে ,সীমাদিন ডেটাটি গ্রাহকদের কাছে 64 Kbps দ্রুততার সাথে উপলব্ধ হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Jio prepaid plans, Reliance Jio, Netflix
 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. আজ Amazon Prime Day Sale 2025-এর শেষ দিন, দুর্দান্ত ছাড়ে কিনুন iPhone 16e
  2. 4K Vlog বানানোর ফোন iQOO Z10R শীঘ্রই দেশে আসছে, লঞ্চের আগেই দাম ফাঁস হল
  3. Vivo X200 FE ভারতে 6,500mAh ব্যাটারি, দুর্ধর্ষ 50MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল
  4. স্মার্টফোনের ক্যামেরায় যুগান্তর! Samsung Galaxy S26 Ultra-তে Sony-র প্রথম 200MP সেন্সর
  5. Amazon Prime Day Sale 2025: প্রাইম ডে সেলে বিপুল ছাড়ে বিক্রি হচ্ছে Vivo ও iQOO, নতুন ফোন নেবেন নাকি
  6. Amazon Prime Day Sale 2025: ফোনের থেকেও সস্তায় মিলছে ট্যাব, অর্ধেকেরও কম দামে কেনার শেষ সুযোগ
  7. Amazon Prime Day Sale 2025: মেগা সেলে ল্যাপটপে 65 শতাংশ ছাড় দিচ্ছে অ্যামাজন
  8. Amazon Prime Day Sale 2025: প্রাইম ডে সেল শুরু হল, অবিশ্বাস্য ছাড়ে Samsung-এর ফোন বিক্রি হচ্ছে
  9. 21,999 টাকার হেডফোন সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে Nothing, কীভাবে পাবেন জেনে নিন
  10. Vivo T4R 5G মধ্যবিত্তের বাজেটে লঞ্চ হচ্ছে, জলে ভিজলেও কিস্যু হবে না, দাম জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.