Photo Credit: Reliance
ভারতে রিলায়েন্স জিওর অষ্টম বার্ষিকী উপলক্ষে, কোম্পানীর পক্ষ থেকে নির্বাচিত রিচার্জের প্রিপেইড
(আগে থেকে রিচার্জ করা) পরিকল্পনাগুলিতে বিশেষ অফার দেওয়া হচ্ছে। টেলিকমিউনিকেশন প্রদানকারী প্রতিষ্ঠানটি ব্যাবহারকারীদের এই রিচার্জের বিনিময়ে বিশেষ সুযোগ দিচ্ছেন ,যেমন - OTT প্ল্যাটফর্মগুলির সমন্বয়ে একগুচ্ছ সদস্যপদ গ্রহণের সুবিধা, খাদ্য বিতরণ প্ল্যাটফর্মগুলির সাথে সাময়িক সদস্য হওয়ার সুযোগ এবং ই-কমার্স এর ভাউচারের সুবিধা। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL), যা জিওর মূল সংস্থা ,কোম্পানীর 47 তম বার্ষিক সাধারণ সভায় ভারতের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করার কয়েকদিন পরই এই নতুন উন্নতিকরণটি উপস্থাপন করলো।
যেসব গ্রাহকরা এই বিশেষ প্রিপেইড রিচার্জটি, 5ই সেপ্টেম্বর থেকে 8ই সেপ্টেম্বরের মধ্যে করবেন, তারা 700 টাকা মূল্যমানের বিনিময়ে 3টি বিশেষ সুবিধা পাবেন। অন্যদিকে এই অফারটি 899টাকা এবং 999টাকার বিনিময়ে ত্রৈমাসিক রিচার্জ পরিকল্পনাগুলির জন্য প্রযোজ্য হবে।
এই পরিকল্পনাগুলি 90 এবং 98 দিনের বৈধতার সাথে প্রতিদিন 2জিবি পর্যন্ত ডেটা প্রদান করে থাকে।
এছাড়াও এই অফারটি দ্বারা বিশেষ সুবিধা উপভোগ করতে সদস্যরা বার্ষিক 3599 টাকা রিচার্জের বিনিময়ে 365 দিনের বৈধতার জন্য প্রতিদিন 2.5 জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন।
রিলায়েন্স জিও জানিয়েছেন যে, এই পরিকল্পনাটিতে বিশেষ সুবিধা, 175 টাকার রিচার্জের বিনিময়ে OTT অ্যাপগুলি - যেমন Zee5, SonyLiv, JioCinema প্রিমিয়াম, Lionsgate Play, Discovery+, Sun Nxt, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, Hoichoi -এর 28 দিনের বৈধতার সাথে প্রবেশাধিকার পাওয়া যাবে।
টেলিকমিউনিকেশন প্রদানকারী সংস্থাটি এই নতুন রিচার্জ প্ল্যানগুলির সাথে বিনামূল্যে তিন মাসের জন্য Zomato Gold এর সদস্যপদ প্রদান করছে। এছাড়াও, এটি Ajio-র একটি ভাউচারও প্রদান করছে, যেটির মাধ্যমে গ্রাহকদের 2,999 টাকা ও তার বেশি খরচার বিনিময়ে 500 ছাড় দেবে।
কোম্পানী সম্প্রতি ফ্রি নেটফ্লিক্স এর সদস্যপদের প্রিপেইড রিচার্জ পরিকল্পনাগুলির দাম বাড়িয়েছে। বর্তমানে ফ্রি-নেটফ্লিক্স সাবস্ক্রিপশন সহ প্রিপেইড পরিকল্পনাগুলি 1,299 টাকা এবং 1,799 টাকায় উপলব্ধ। যেটি পূর্বে ছিল 1,099 টাকা এবং 1,499 টাকা। 1,299 টাকার পরিকল্পনাটি নেটফ্লিক্স মোবাইল প্ল্যান যেটি শুধু মোবাইল ডিভাইসে চালনা করা যায় এবং 1,799 পরিকল্পনাটি নেটফ্লিক্স-এর বেসিক প্ল্যান ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন