4G নেটওয়ার্কের পর এবার 5G-এর সুবিধা প্রদান করতে চলেছে Vodafone Idea

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 13 ফেব্রুয়ারি 2025 11:05 IST
হাইলাইট
  • এটি Vi-এর 5G পরিষেবার প্রথম কমার্শিয়াল রোল আউট
  • ডিসেম্বর মাসে কোম্পানি 17টি সার্কেলে 5G অপারেশনগুলি লঞ্চ করেছিল
  • ● Vodafone জানিয়েছে তাদের 4G Population কভারেজ 41 মিলিয়ন বৃদ্ধি পেয়েছ

ভোডাফোন আইডিয়া তৃতীয় আর্থিক ত্রৈমাসিকে 4,000 টিরও বেশি অনন্য ব্রডব্যান্ড টাওয়ার যুক্ত করেছে

Photo Credit: Reuters

বিগত মঙ্গলবার Vodafone Idea ভারতে 5G পরিষেবার কমার্শিয়াল রোলআউট করেছে। টেলিকম অপারেটর সংস্থাটি তাদের Q3 2024-2025-এর রিপোর্টে এটির প্ল্যানগুলি প্রকাশ করেছে এবং উল্লেখ করেছে যে আসন্ন মার্চ মাসে মুম্বাইতে 5G পরিষেবাটি প্রথম লঞ্চ করা হবে। কোম্পানি এপ্রিল মাসে আরো চারটি শহরে এই পরিষেবাটি বাড়াবে বলে জানিয়েছে। 2024 সালের ডিসেম্বর মাসে VI প্রথম দেশের মধ্যে 19টি সার্কেলে 5G অপারেশন শুরু করেছিল, কিন্তু সেই সময় এটি কমার্শিয়াল রোল আউট করেনি। উল্লেখযোগ্য বিষয় হলো, এয়ারটেল এবং জিও উভয় কোম্পানি 2022 সালে 5G পরিষেবা লঞ্চ করেছিল।

VI 5G পরিষেবা মুম্বাই তে চালু করতে চলেছে:

2024-25 অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকের জন্য তাদের ত্রৈমাসিক প্রতিবেদন ঘোষণা করতে গিয়ে, Vi দেশের মধ্যে তাদের কমার্শিয়াল 5G পরিষেবা চালু করার পরিকল্পনা শেয়ার করেছে। মুম্বাইয়ের পর কোম্পানি তাদের পরিষেবাটি 2025 সালের এপ্রিল মাসের মধ্যে ব্যাঙ্গালোর, চন্ডিগড়, দিল্লি এবং পাটনাতে চালু করার পরিকল্পনা করেছে। টেলিকম অপারেটর সংস্থাটি আর কোনো শহরের নাম উল্লেখ করেনি যারা এই পর্যায়ে 5G কভারেজটি পেতে পারে।

কোম্পানির CEO Akshaya Moondra তার বক্তব্যে উল্লেখ করেছে যে, আমরা বিনিয়োগ চালিয়ে যাচ্ছি, এবং আগামী ত্রৈমাসিকগুলোতে মূলধনী ব্যয়ের (Capex) বাস্তবায়নের গতি আরও বৃদ্ধি পাবে বলে আশা করছি এবং সাথে কিছু মূল ভৌগোলিক অঞ্চলকে লক্ষ্য করেও আমাদের 5G পরিষেবাটির রোলআউট শুরু করা হয়েছে।

5G রোলআউট ছাড়াও Vi-কোম্পানি জানিয়েছে যে, বিগত নয় মাসে তাদের 4G population কাভারেজ বিস্তৃত হারে বেড়েছে। কোম্পানি দাবি করেছে যে, এটি মার্চ 2024 এর মধ্যে 1.03 বিলিয়ন পপুলেশন কভার করেছে এবং 2024 সালের ডিসেম্বর মাস পর্যন্ত 41 মিলিয়ন পর্যন্ত বৃদ্ধি পেয়ে, 1.07 বিলিয়ন পর্যন্ত পৌঁছেছে।

এছাড়াও এই টেলিকম অপারেটরটির 4G সাবস্ক্রাইবার বেস 125.6 মিলিয়ন থেকে FY25 Q3 পর্যন্ত 126 মিলিয়ন পর্যন্ত বেড়েছে। তারা জানিয়েছে যে ডিসেম্বর ত্রৈমাসিকে তাদের মোট গ্রাহক সংখ্যা 199.8 মিলিয়ন ছিল, যা আগের অর্থবছরের একই সময়ে 215.2 মিলিয়ন ছিল। ফলে 15.4 মিলিয়ন গ্রাহক হ্রাস পেয়েছে।

এছাড়াও Vi রিপোর্ট করেছে যে, প্রতি ব্যবহারকারী (AEPU) ক্ষেত্রে দ্বিতীয় কোয়ার্টারে 166 থেকে তৃতীয় কোয়ার্টারে 173 টাকা পর্যন্ত তাদের গড় রেভিনিউ , যা মাত্র 4.7 শতাংশ বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটি জানিয়েছে, এই বৃদ্ধি মূলত ট্যারিফ বৃদ্ধির পাশাপাশি উচ্চমূল্যের প্ল্যান বেছে নেওয়া ব্যবহারকারীদের কারণে হয়েছে।

এছাড়াও এই অপারেটর সংস্থাটি এই কোয়ার্টারে তাদের 4000 একক ব্রডব্র্যান্ডের টাওয়ারগুলির পরিমাণ অনেকাংশে বাড়িয়েছে। কোম্পানি দাবি করেছে যে, একটি একক কোয়ার্টারে মিলিতভাবে এটি তাদের সবচেয়ে বড় বৃদ্ধি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: India, Vodafone 5G, 5g, Vodafone Idea, Vi
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. বর্ষশেষে 50MP সেলফি ক্যামেরার ফোনে অবিশ্বাস্য ছাড়, দাম 14,000 টাকা কমলো
  2. OnePlus 15R ডিসেম্বরে ভারতে আসছে, লঞ্চ ডেট ঘোষণা হল, 8,000mAh ব্যাটারি ও দুধর্ষ প্রসেসর থাকতে পারে
  3. Realme 16 Pro আসছে 200MP ব্যাক ক্যামেরা ও 50MP সেলফি ক্যামেরা নিয়ে, 7,000mah ব্যাটারিও থাকবে
  4. Xiaomi 17 ও Xiaomi 17 Ultra ভারতের বাজার কাঁপাতে আসছে, কবে লঞ্চ, কেমন ফিচার্স, দেখুন
  5. Realme C85 5G নভেম্বর 28 ভারতে লঞ্চ হচ্ছে, 1 শতাংশ চার্জেও 9 ঘন্টা চালু থাকবে!
  6. Moto G57 Power ভারতে সস্তায় লঞ্চ হল, 7,000mAh ব্যাটারি ও দুর্দান্ত ক্যামেরা সহ শক্তিশালী ফিচার্স রয়েছে
  7. Vivo X300 Ultra বিশ্বের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা ফোন হতে পারে, লঞ্চ কবে জেনে নিন
  8. 2025 সালের শেষে ধামাকা অফার, 16000 টাকা ডিসকাউন্ট Samsung-এর 5G ফোনে
  9. Moto G57 Power-এর দাম লঞ্চের এক দিন আগেই ফাঁস, খুব সস্তায় 7,000mAh ব্যাটারি এবং সুন্দর ক্যামেরা
  10. Realme P4x 5G-এর দাম ও ফিচার্স ফাঁস, 90টি অ্যাপ একসঙ্গে চললেও স্লো হবে না!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.