Vi এর নতুন RedX পোস্টপেইড প্ল্যান Rs. 1,201 প্রতি মাসে খরচ করে এবং এতে Netflix সহ পাঁচটি জনপ্রিয় OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস, স্বিগি ওয়ান সদস্যপদ, আন্তর্জাতিক রোমিং প্যাক এবং আরও অনেক সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।
ভোডাফোন আইডিয়া Vi মুভিজ এবং টিভি অ্যাপে নতুন ZEE5 পার্টনারশিপের মাধ্যমে ১৭টি OTT অ্যাপ এবং ৩৫০টি লাইভ টিভি চ্যানেলের সাবস্ক্রিপশন প্রদান করছে। এই প্ল্যানগুলি মাসিক ২৪৮ টাকা থেকে শুরু।