Photo Credit: VI
Vi তাদের নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যানের সাথে পুরো দিনের জন্য আনলিমিটেড ডেটা অফার করে
Vodafone Idea (Vi) বিগত মঙ্গলবার কলকাতা সহ কিছু বাছাইকরা অঞ্চলের জন্য একটি নতুন রিচার্জ প্ল্যানের ঘোষণা করেছে, যেটি শুধুমাত্র প্রিপেইড সাবস্ক্রাইবাররা পাবেন। Nonstop Hero নামক প্রিপেইড প্ল্যানটি একটি প্যাকেজের আওতায় অপরিসীম ডেটা, অপরিসীম ভয়েস কল এবং আরো অন্যান্য সুবিধা যুক্ত করেছে। টেলিকম অপারেটর সংস্থাটি বিভিন্ন সুবিধার সাথে Nonstop Hero প্রিপেইড প্লানটির বেশ কিছু সংস্করণ রোলআউট করেছে এবং এটির বৈধতা 28 থেকে 84 দিন পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে।Vi Nonstop Hero প্রিপেইড রিচার্জ প্ল্যানের দাম এবং বৈধতা,Vi-এর Nonstop Hero প্রিপেইড রিচার্জ প্লানটির দাম 398 টাকা। এটি অপরিসীম লোকাল এবং STD কল, অপরিসীম ডেটা এবং প্রতিদিন 100টি SMS অফার করে। প্ল্যানটি 28 দিনের বৈধতার সাথে এসেছে। এছাড়াও এই নতুন রিচার্জ প্ল্যানটি 56 দিন এবং 84 দিনের বৈধতার সাথে এসেছে, এগুলির দাম যথাক্রমে 698 টাকা এবং 1,048 টাকা। সবচেয়ে বেশি দামের যে প্ল্যানটি আছে সেটি 398 টাকার মতো একই সুবিধা নিয়ে এসেছে কিন্তু এটির বৈধতা বেশি দিনে দেওয়া হয়েছে।
Vodafone Idea-এর প্রিপেইড রিচার্জ প্ল্যানটি কোলকাতা, মহারাষ্ট্র এবং গোয়া সহ অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গনা, হিমাচলপ্রদেশ, জম্মু এবং কাশ্মীর, কর্ণাটক, রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তিশগড়, তামিলনাড়ু, আসাম এবং উত্তর-পূর্ব অঞ্চল এবং ওড়িশায় উন্মোচিত করা হয়েছে।
সম্প্রতি Digital Economy এবং Policy Research সেন্টার একটি প্রতিবেদনে উল্লেখ করেছে যে, Vi-এর ভারতে বিগত 10 বছরে ডেটা ব্যবহারের পরিমাণ 288 গুণ বেড়েছে। ভারতের টেলিকম রেগুলেটার অথারিটির (TRAI) রিপোর্ট অনুযায়ী, ভারতে কোম্পানির ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 2023 সালে 88.1 কোটি থেকে 2024 সালের মার্চ মাস পর্যন্ত 95.4 কোটিতে বেড়েছে। পাশাপাশি বলা হয়েছে যে, 2024 সালের মার্চ মাস পর্যন্ত প্রতি ব্যবহারকারীর মাসিক ডেটা ব্যবহারের পরিমাণও বেড়ে 20.27 জিবি হয়েছে।
বর্তমানে এই টেলিকম অপারেটরটির লক্ষ্য হলো, যেভাবে ডেটার চাহিদা ক্রমবর্ধমান হারে বাড়ছে এবং ডেটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে সেটিকে তাদের এই নতুন Nonstop Hero প্রিপেইড রিচার্জ প্ল্যানের মাধ্যমে মেটানো। আসলে এই প্ল্যানটি তে অপরিসীম ডেটা, অপরিসীম ভয়েস কল এবং ম্যাসেজ করার সুবিধা দেওয়া হয়েছে, যেটি প্রিপেইড রিচার্জ প্যাকের মধ্যে ব্যবহারকারীদের সম্পূর্ণ বৈধতার সময় জুড়ে চিন্তাহীন ভাবে ডেটা ব্যবহারের অভিজ্ঞতার দাবি করেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন