নির্বাচিত গ্রাহকদের এই সুবিধা দিচ্ছে Vodafone Idea
বিনামূল্যে 2GB ডেটা ও আনলিমিটেড কল দিচ্ছে Vodafone Idea। আপাতত নির্বাচিত গ্রাহকদের এই সুবিধা দিচ্ছে সংস্থাটি। কীভাবে গ্রাহক নির্বাচন করা হচ্ছে জানা যায়নি। সম্প্রতি 299 টাকা, 449 টাকা ও 699 টাকা প্ল্যানে ডবল ডেটা দেওয়ার কথা জানিয়েছিল Vodafone Idea। এছাড়াও লকডাউনের কারণে সব ফিচার ফোন গ্রাহকদের ভ্যালিডিটি 3 মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছিল কোম্পানিটি।
সম্প্রতি টুইটারে একাধিক Vodafone Idea গ্রাহক প্রতিদিন 2GB ডেটা ও আনলিমিটেড কলের সুবিধার কথা জানিয়েছেন। সাত দিন এই সুবিধা দিচ্ছে Vodafone Idea।
অতিরিক্ত ডেটা ও আনলিমিটেড কলের জন্য গ্রাহকের কাছ থেকে কোন টাকা নিচ্ছে না টেলিকম কোম্পানিটি। এর ফলে প্ল্যানের ডেটা শেষ হয়ে গেলেও হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে। যদিও সব গ্রাহক এই সুবিধা পাচ্ছেন না। আপাতত নির্বাচিত কিছু গ্রাহককেই অতিরিক্ত সুবিধা দিচ্ছে Vodafone Idea।
Vodafone Idea নম্বর থেকে 121363 ডায়াল করুন। এই সুবিধা পেলে জানিয়ে দেওয়া হবে। কোম্পানির তরফ থেকে ‘বিশেষ উপহার' এসএমএস করে জানিয়ে দেওয়া হবে।
চেন্নাই, কলকাতা, নয়াদিল্লি, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ সার্কেলের গ্রাহকরা ইতিমধ্যেই অতিরিক্ত সুবিধা পাওয়ার কথা জানিয়েছেন। যদিও সব গ্রাহককে এই সুবিধা দিচ্ছে না Vodafone Idea।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.