প্রিপেডে 50 টাকা, 100 টাকা ও 500 টাকা টকটাইম রিচার্জ ফিরিয়ে এনেছে Vodafone। ইতিমধ্যেই 10 টাকা, 1,000 টাকা ও 5,000 টাকা টকটাইম রিচার্জ ছিল Vodafone –এ। এবার মোট ছয়টি টকটাইম রিচার্জের মধ্যে থেকে নিজের রিচার্জ পছন্দ করতে পারবেন Vodafone গ্রাহকরা।
তিনটি টকটাইম রিচার্জ ফিরিয়ে এনেছে Vodafone
2018 সালের শেষে টকটাইম রিচার্জ তুলে নিয়েছিল Vodafone। টকটাইম রিচার্জ সরিয়ে 23 টাকায় টকটাইম সহ 28 দিন ভ্যালিডিটির রিচার্জ নিয়ে এসেছিল Vodafone। সম্প্রতি প্রিপেডে 100 টাকা ও 500 টাকা টকটাইম রিচার্জ ফিরিয়ে এনেছে Airtel। সেই পথে হেঁটে তিনটি টকটাইম রিচার্জ ফিরিয়ে আনলো Vodafone।
Telecom Talk ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে প্রিপেডে 50 টাকা, 100 টাকা ও 500 টাকা টকটাইম রিচার্জ ফিরিয়ে এনেছে Vodafone। ইতিমধ্যেই 10 টাকা, 1,000 টাকা ও 5,000 টাকা টকটাইম রিচার্জ ছিল Vodafone –এ। এবার মোট ছয়টি টকটাইম রিচার্জের মধ্যে থেকে নিজের রিচার্জ পছন্দ করতে পারবেন Vodafone গ্রাহকরা।
50 টাকা রিচার্জে 39.37 টাকা টকটাইম পাওয়া যাবে। এই টকটাইমের ভ্যালিডিটি 28 দিন। 29 তম দিনে আবার রিচার্জ করলে আপনার অ্যাকাউন্টে বাকি থাকা টকটাইম ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে।
100 টাকা রিচার্জে ফুল টকটাইম পাওয়া যাবে। এই রিচার্জের ভ্যালিডিটি 28 দিন। তবে 500 টাকা রিচার্জের টকটাইমে 84 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে।
তবে ধরুন আপনি যদি 70 দিন ভ্যালিডিটির কোন প্ল্যান রিচার্জ করেন আর একই দিনে 50 টাকা টকটাইম রিচার্জ করেন সেই ক্ষেত্রে 28 দিনের পরিবর্তে 50 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 70 দিন হবে।
তবে 10 টাকা, 1000 টাকা আর 5000 টাকা রিচার্জের টকটাইমে লাইফটাইম ভ্যালিডিটি পাওয়া যাবে। 10 টাকা রিচার্জে 7.47 টাকা টকটাইম দেয় Vodafone। তবে 1000 টাকা ও 5000 টাকা রিচার্জে ফুল টকটাইম পাওয়া যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Rocket Lab Clears Final Tests for New 'Hungry Hippo' Fairing on Neutron Rocket