হালকা পাতলা গেমিং ল্যাপটপ লঞ্চ করল Dell Alienware
Alienware m15 এ রয়েছে একটি 15.6 ইঞ্চি ডিসপ্লে। এর সাথেই থাকবে ম্যাগনেশিয়াম অ্যালয়। 1080p 60Hz, 1080p 144Hz আর 4K 60Hz তিনটি আলাদা ডিসপ্লে অপশানে পাওয়া যাবে এই ল্যাপটপ। ডিসপ্লের চারপাশে থাকবে শরু বেজেল।