ভারতে 12 টি নতুন ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার লঞ্চ করল Dell। এর মধ্যে রয়েছে Inspiron, XPS, G-series আর Alienware সিরিজের কম্পিউটার। লেটেস্ট জেনারেশন প্রসেসর ছাড়াও নতুন কম্পিউটারগুলিতে একাধিক নতুন হার্ডওয়্যার ফিচার যোগ হয়েছে। নতুন Dell XPS ল্যাপটপে রয়েছে OLED ডিসপ্লে। বেশি কনট্রাস্ট পাওয়ার জন্য এই ডিসপ্লেতে সেলফ লাইটিং পিক্সেল টেকনোলজি থাকছে। ল্যাপটপ ছাড়াও অল-ইন-ওয়ান ডেস্কটপ আর AIO ডেস্কটপ সিরিজে নতুন মডেল লঞ্চ হয়েছে।
XPS সিরিজে লঞ্চ হয়েছে Dell XPS 13 (7390) আর Dell XPS 15 (7590)। Dell XPS 13 (7390) এ রয়েছে একটি 13 ইঞ্চি 4K OLED ডিসপ্লে। Dell XPS 15 (7590) এ রয়েছে 15 ইঞ্চি 4K OLED ডিসপ্লে। Dell XPS 13 (7390) এ রয়েছে 10th Gen Intel Core i7-10510U প্রসেসর। সাথে থাকছে 16GB RAM আর 512GB PCIe SSD স্টোরেজ।
Dell XPS 15 (7590) এ থাকছে 9th Gen Intel Core i9-9980HK প্রসেসর। সাথে থাকছে 32GB RAM, 1TB PCIe SSD স্টোরেজ আর Nvidia GeForce GTX 1650 গ্রাফিক্স। Dell XPS 15 (7590) এর দাম 1,66,990 টাকা। বিক্রি শুরু হচ্ছে 24 সেপ্টেম্বর। Dell XPS 13 (7390) এর দাম 1,13,990 টাকা। বিক্রি শুরু হচ্ছে 2 অক্টোবর।
Dell Inspiron 15 5000 (5593) এ থাকছে 15.6 ইঞ্চি অ্যান্টি গ্লেয়ার Full HD LCD ডিসপ্লে, 10th gen Intel Core i7-1065G7 প্রসেসর, 20GB পর্যন্ত RAM, 1TB HDD স্টোরেজ, 512GB SSD স্টোরেজ আর Nvidia GeForce MX230 গ্রাফিক্স। Dell Inspiron 15 5000 (5593) এর দাম শুরু হচ্ছে 42,990 টাকা থেকে।
Inspiron 15 5000 (5590) এ থাকছে 15.6 ইঞ্চি অ্যান্টি গ্লেয়ার Full HD LCD ডিসপ্লে, 16GB পর্যন্ত RAM, 512GB SSD স্টোরেজ আর Nvidia GeForce MX250 গ্রাফিক্স। Inspiron 15 5000 (5590) এর দাম শুরু হচ্ছে 41,990 টাকা থেকে।
Dell Inspiron 14 (5490) এ থাকছে 14 ইঞ্চি Full HD LCD ডিসপ্লে, 10th gen Intel Core i7-10510U প্রসেসর, 8GB পর্যন্ত RAM, 512GB SSD স্টোরেজ আর Nvidia GeForce MX250 গ্রাফিক্স। Dell Inspiron 14 (5490) এর দাম শুরু হচ্ছে 57,990 টাকা থেকে।
Dell Inspiron 14 7000 (7490)এ থাকছে 14 ইঞ্চি Full HD ডিসপ্লে, 10th gen Intel Core i7-10510U প্রসেসর, 16GB পর্যন্ত RAM, 512GB NVMe SSD স্টোরেজ আর Nvidia GeForce MX250 গ্রাফিক্স। Dell Inspiron 14 7000 (7490) এর দাম শুরু হচ্ছে 86,890 টাকা থেকে।
Dell Inspiron 13 7000 (7391) এ থাকছে 13 ইঞ্চি Full HD ডিসপ্লে, 10th gen Intel Core i7-10510U প্রসেসর, 16GB পর্যন্ত RAM, 512GB NVMe SSD স্টোরেজ। Dell Inspiron 13 7000 (7391) এর দাম শুরু হচ্ছে 90,290 টাকা থেকে।
এই সিরিজে লঞ্চ হয়েছে Inspiron 27 7000 (7790) AIO আর Inspiron 24 5000 (5490) AIO। Dell Inspiron 27 7000 (7790) AIO তে থাকছে 27 ইঞ্চি Full HD ডিসপ্লে। অন্যদিকে Inspiron 24 5000 (5490) AIO তে থাকছে 23.8 ইঞ্চি ডিসপ্লে প্যানেল।
এই দুই কম্পিউটারে থাকছে 10th gen Intel Core i7-10510U প্রসেসর, 32GB RAM, ডুয়াল 1GB HDD আর 512GB SSD স্টোরেজ আর Nvidia GeForce MX110 গ্রাফিক্স।
Inspiron 24 5000 (5490) AIO এর দাম শুরু হচ্ছে 59,990 টাকা থেকে। Inspiron 27 7000 (7790) AIO এর দাম শুরু হচ্ছে 99,990 টাকা থেকে।
এর সাথেই লঞ্চ হয়েছে Dell Alienware m15 R2 আর Dell G3 15 (3590) গেমিং ল্যাপটপগুলি। Dell Alienware m15 R2 তে থাকছে 15 ইঞ্চি UHD OLED ডিসপ্লে, 9th gen Intel Core i9-9980HK প্রসেসর, 16GB RAM, 1TB PCIe M.2 SSD স্টোরেজ আর Nvidia GeForce RTX 2080 গ্রাফিক্স। Dell Alienware m15 R2 এর দাম শুরু হচ্ছে 1,88,490 টাকা থেকে।
Dell G3 15 (3590) তে থাকছে 15.6 ইঞ্চি Full HD ডিসপ্লে, 9th Gen Intel Core i7-9750HQ প্রসেসর, 32GB RAM, 1TB HDD স্টোরেজ+512GB SSD স্টোরেজ আর Nvidia GeForce GTX 1660Ti গ্রাফিক্স। Dell G3 15 (3590) এর দাম শুরু হচ্ছে 70,990 টাকা থেকে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন