দুটি আকর্ষণীয় হ্যান্ডসেটের সমন্বয়ে চীনে লঞ্চ করা হলো Honor X60 সিরিজ
চীনে লঞ্চ করা হয়েছে Honor কোম্পানীর নতুন একটি সিরিজ-Honor X60 সিরিজ। দুটি অসাধারণ স্মার্টফোনের সমন্বয়ে এই সিরিজটি গঠিত হয়েছে -Honor X60 এবং Honor X60 Pro। উভয় হ্যান্ডসেটই বিভিন্ন ধরনের অসাধারণ বৈশিষ্ট্যে সীমাবদ্ধ। Honor X60 এবং X60 Pro দুটি ফোনই 108 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা দ্বারা সজ্জিত হয়ে আছে