সোমবার অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স বা WWDC 2025-এ iOS 26 ঘোষণা করা হয়েছে। Apple তাদের ইকোসিস্টেমে বেশ কিছু নতুন ফিচার্স যোগ করেছে। একইসাথে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষমতাও বাড়িয়েছে যা শীঘ্রই আইফোনে পাওয়া যাবে।
iOS 26 আগামী সপ্তাহে অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে (WWDC 2025) উন্মোচিত হতে পারে। মেসেজ অ্যাপে একটি নতুন অটোমেটিক ট্রান্সলেশন ফিচার চালু হবে। অ্যাপলের মিউজিক অ্যাপ লক স্ক্রিনে অ্যানিমেটেড অ্যালবাম আর্ট সমর্থন করবে বলে অনুমান করা হচ্ছে।