দারুন সুখবর, খুব শীঘ্রই iQOO কোম্পানি তাদের একটি নতুন সিরিজ লঞ্চ করতে চলেছে, যেটি হল iQOO Neo 10 সিরিজ। সূত্রের খবর অনুযায়ী এই সিরিজটিতে দুটি হ্যান্ডসেট যুক্ত করা হয়েছে,যার মধ্যে একটি হল বেস মডেল iQOO Neo 10 এবং অন্যটি iQOO Neo 10 Pro। উভয় হ্যান্ডসেটই উন্নতমানের প্রযুক্তি দিয়ে সজ্জিত আছে