Jio Fiber এর মাধ্যমে ভারতবাসীর ধরে ঘরে ফাইবার ব্রডব্যান্ড পাঠিয়ে দেওয়ার স্বপ্ন দেখছে মুকেশ আম্বানি। 700 টাকা থেকে 10,000 টাকা প্রতি মাসের মধ্যে ফাইবার ব্রডব্যান্ডের বিভিন্ন প্ল্যান ব্যবহার করা যাবে।
Jio Fiber এর সাথেই বিনামূল্যে Jio FixedVoice পরিষেবা ব্যবহার করা যাবে। Jio Home Phone ব্যবহার করে গোটা দেশে আনলিমিটেড কল করতে পারবেন Jio Fiber গ্রাহকরা।