Nubia Red Magic 3 ফোনে প্রসেসর ঠান্ডা রাখার জন্য একটি ‘টার্বো ফ্যান’ ব্যবহার হয়েছে। গেম খেলার জন্য বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে এই স্মার্টফোন। দুর্দান্ত গেমিং অভিজ্ঞতার জন্য এই ফোনে থাকছে একটি 90Hz HDR ডিসপ্লে। থাকছে ক্যাপাসিটিভ শোলডার ট্রিগার, স্টেরিও স্পিকার।
এপ্রিল মাসে চিনে লঞ্চ হয়েছিল Nubia Red Magic 3। এই ফোনে রয়েছে 90 Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, 5,000 mAh ব্যাটারি আর Qualcomm Snapdragon 855 চিপসেট। এই ডিভাইস ঠান্ডা রাখার জন্য একটি বিশেষ ফ্যান ব্যবহার হয়েছে।