চিনের Hydrogen OS স্কিনে OnePlus 3, OnePlus 3T ফোন টেস্ট করতে দেখা গিয়েছে। নতুন ভার্সানে থাকছে Android 9 Pie। চিনের বাইরে এই দুটি ফোনে চলে কোম্পানির নিজস্ব Oxygen OS স্কিন। সেই স্কিনেও শিঘ্রই যোগ হতে পারে Android 9 Pie।
McLaren দলের বিশেষ হলুদ রঙ ছাড়াও OnePlus 6T McLaren Edition তে রয়েছে 10GB RAM। এই ফোনে নতুন Wrap Charger 30 টেকনোলজি ব্যবহার করেছে OnePlus। মাত্র 20 মিনিটে সারা দিনের ব্যবহারের জন্য চার্জ করা যাবে এই ফোন।