সাশ্রয়ী মূল্যের সাথে বাজারে আসতে চলেছে অসাধারণ এক স্মার্টফোন-Poco C75
আসন্ন সপ্তাহে লঞ্চ হতে চলেছে, শাওমি সাবব্র্যান্ডের এক অপূর্ব হ্যান্ডসেট Poco C75।
হ্যান্ডসেটটি Redmi 14C-এর মত কিছু একই বৈশিষ্ট্য দ্বারা সজ্জিত হয়ে আছে। ইতিমধ্যেই Poco C75 ফোনটির দাম এবং স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। Poco C75 হ্যান্ডসেটটি একটি MediaTek Helio G85 SoC প্রসেসর দ্বারা চালিত হতে পারে বলে মনে করা হচ্ছে