Poco C75 ফোনটি দুই ধরনের RAM এবং স্টোরেজের বিকল্পে উপলব্ধ হতে চলেছে
Photo Credit: Poco
Poco C75 is confirmed to feature a 6.88-inch display
Poco C75 ফোনটি বিশ্বের বাজারে সামনের সপ্তাহে লঞ্চ হতে চলেছে, বিগত মঙ্গলবার X-পোস্টের মাধ্যমে শাওমি সাব ব্র্যান্ডটি এই তথ্যটি নিশ্চিত করেছে। Poco-র নতুন C-সিরিজের ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন একটি পোস্টারের মাধ্যমে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে শেয়ার করেছে। কোম্পানী ফোনটির শুরুর দামও প্রকাশ করেছে। এটি নিশ্চিত করা হয়েছে যে, ফোনটিতে দ্বিমাত্রিক ক্যামেরা ইউনিট এবং একটি 5,160 mAh ব্যাটারী থাকবে। আশা করা যাচ্ছে, Poco C75 ফোনটি Redmi 14C-এর রিব্যান্ড হিসেবে আবির্ভূত হবে।এটি দুটি RAM এবংস্টোরেজের বিকল্পে উপলব্ধ হবে।
POCO C75, আগামী 25সে অক্টোবর বিশ্বের বাজারে লঞ্চ হতে প্রস্তুত। ফোনটি নিশ্চিতভাবে একটি 6.88 ইঞ্চির ডিসপ্লে এবং একটি 5,160mAh ব্যাটারীর সাথে আসতে চলেছে। এটি 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার পাশাপাশি দ্বিমাত্রিক ক্যামেরা ইউনিট দ্বারা সজ্জিত হতে পারে।
পোস্ট অনুযায়ী, Poco C75 ফোনটির 6জিবি RAM+128জিবি স্টোরেজ মডেলটি $109(প্রায় 9,100টাকা)-এর সাথে আসতে পারে এবং 8 জিবি RAM+256 জিবি স্টোরেজ মডেলটির দাম $129(প্রায় 10,000টাকা)। এছাড়াও পোস্টারের উপর ভিত্তি করে বোঝা যাচ্ছে যে, হ্যান্ডসেটটি তিনটি রঙের বিকল্পে আসতে চলেছে -কালো, সোনালী এবং সবুজ এবং এটিতে একটি Redmi 14C-এর মত একইধরনের বৃত্তাকার রিয়ার ক্যামেরা মডিউল থাকতে পারে।
আশা করা যাচ্ছে হ্যান্ডসেটটি Redmi 14C-এর মত একই হার্ডওয়ার স্পেসিফিকেশনের বৈশিষ্ট্য দ্বারা সজ্জিত হবে, যেটি আগস্ট মাসে বেস মডেল 4 জিবি RAM এবং 128 জিবি স্টোরেজের মূল্য CZK 2,999 (প্রায় 11,100টাকা) এবং 8 জিবি +256 জিবি বিকল্পটি CZK 3,699 (প্রায় 13,700টাকা) দামে উন্মোচিত হয়েছিল।
Redmi 14C-এর মতই, অনুমান করা হচ্ছে Poco C75 ফোনটি একটি MediaTek Helio G85 SoC প্রসেসর দ্বারা চালিত হবে। সম্ভবত এটিতে ভিডিও চ্যাট করার জন্য এবং সেলফি তোলার জন্য ফোনটির সামনের অংশে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। Poco C75 হ্যান্ডসেটটি 18W-এর চার্জিং সমর্থন করতে পারে এবং এটি একটি সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সসের সুবিধা প্রদান করতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Secret Rain Pattern May Have Driven Long Spells of Dry and Wetter Periods Across Horn of Africa: Study
JWST Detects Thick Atmosphere on Ultra-Hot Rocky Exoplanet TOI-561 b
Scientists Observe Solar Neutrinos Altering Matter for the First Time