ফাঁস হয়ে গেছে আসন্ন Redmi K90 Pro হ্যান্ডসেট সম্বন্ধিত কিছু বিবরণ
খুব শীঘ্রই Redmi K90 Pro-হ্যান্ডসেটটি লঞ্চ করা হতে পারে বলে আলোচনা শুরু হয়েছে। Redmi K90 Pro-হ্যান্ডসেটটির বিবরনগুলি ইতিমধ্যেই অনলাইনে দেখতে পাওয়া গিয়েছে। হ্যান্ডসেটটি একদম নতুন Snapdragon 8 Elite 2 চিপসেট নিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে। Redmi K80 Pro-ফোনটি বিগত বছরের নভেম্বর মাসে চীনে লঞ্চ করা হয়েছে