খুব শীঘ্রই লঞ্চ করা হতে পারে Samsung কোম্পানীর Samsung Galaxy S24 FE। এর আগে 2023 সালে Galaxy সিরিজের Samsung Galaxy S23 FE ফোনটি লঞ্চ করা হয়েছিল। অনুমান করা হচ্ছে যে, নতুন হ্যান্ডসেটটি পূর্বসূরীর মতো কিছুটা একই ডিজাইন সহ উন্মোচিত হতে পারে। বর্তমানে হ্যান্ডসেটটির বিভিন্ন বৈশিষ্ট্য ফাঁস করা হয়েছে ,যা থেকে এটির সমন্ধে কিছু আনুমানিক ধারণা তৈরী হয়েছে