OnePlus 7T ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। সাথে থাকছে LED ফ্ল্যাশ। OnePlus 6T আর OnePlus 7 এর মতোই OnePlus 7T ফোনের ডিসপ্লের উপরে থাকছে ওয়াটারড্রপ নচ।
ছবিতে Mi 9 সিরিজের নতুন ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেখা গিয়েছে। এর সাথেই এই ফোনে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা। অনেকেই বলছে Mi 9T নামে বাজারে আসতে চলেছে এই স্মার্টফোন।