ভারতে Vivo X200 সিরিজটির মডেলগুলি সম্পর্কে বিভিন্ন তথ্য ফাঁস করা হয়েছে
Vivo X200 সিরিজটি এরআগের মাসে চীনে লঞ্চ করা হয়েছে। Vivo X200 সিরিজটিতে তিনটি হ্যান্ডসেট আছে- Vivo X200, Vivo X200 Pro এবং Vivo X200 Pro Mini । কোম্পানি এই সিরিজটি খুব শীঘ্রই ভারতে লঞ্চ করতে পারে। কিন্তু কোম্পানি এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে মনে করা হচ্ছে কোম্পানি X200 Pro হ্যান্ডসেটটি বাদ দেবে