এসে গেলো সর্ম্পূণ নতুন ডিজাইনের সাথে boAt কোম্পানীর নতুন ইয়ারবাড।

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 13 অগাস্ট 2024 11:51 IST
হাইলাইট
  • IPX5 রেটিং সহ boAt এয়ারডোপস প্রোগিয়ার ইয়ার ফোন।
  • এটির কানের হুক গুলি ত্বক- বান্ধব উপাদান দিয়ে তৈরি।
  • এটির চার্জিং কেসটিতে একটি 500 mAh ব্যাটারী রয়েছে।

Photo Credit: Boat

সোমবার ভারতে লঞ্চ করা হয়েছে boAt কোম্পানী সর্বপ্রথম ওপেন ইয়ার স্টোরিও (OWS) ইয়ার ফোন।এটি একটি ওয়ারলেস স্টিরিও। ইয়ার ফোনটি এয়ার কন্ডাকশন প্রযুক্তি দিয়ে তৈরি।boAt কোম্পানী এটি একদম নতুন ডিজাইনের সাথে বাজারে লঞ্চ করেছে।এটি হুকের আকার ধরণের ইয়ার পোড,সহজেই কানে আটকে থাকে।
ইয়ার ফোনগুলি চার্জিং কেস সহ 100 ঘন্টা পর্যন্ত চলতে সক্ষম বলে দাবি করা হয়েছে।

দাম এবং উপলব্ধিতা: 

ভারতে boAt Air dopes pro Gear এর দাম 1,999 টাকা। এটি boAt কোম্পানীর অফিশিয়াল ওয়েবসাইট, অ্যামজন,Mentra স্টোরের মাধ্যমে কেনা যাবে। ফিল্পকার্ট এ এগুলি বর্তমানে 1,699 টাকার বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে। এছাড়াও বিভিন্ন অফলাইন স্টোর যেমন - রিলায়েন্স, ক্রোমা স্টোরগুলিতেও ইয়ার ফোন গুলি উপলব্ধ।
ইয়ার ফোনগুলো দুইটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে - এক্টিভ ব্ল্যাক এবং স্পোর্টিং গ্রীন।

boAt Airdopes ProGear-এর বৈশিষ্ট্য: 

 boAt কোম্পানীর এয়ার ডোপসটি প্রোগিয়ার 15 mm ড্রাইভার দিয়ে সজ্জিত।এটি বায়ু সঞ্চালন পদ্ধতি ব্যবহার করে তৈরি করা হয়েছে। যার ফলে কোনো শব্দ করছে বাতাসের মধ্যে দিয়ে আমাদের কানে এসে পৌঁছায়। এই নতুন ডিজাইনের জন্য ইয়ার ফোনগুলো হুকের মতো হওয়ায়,খুব সহজেই কানের মধ্যে আটকে থাকে। যার ফলে কোথাও পরে যাওয়ার ভয় থাকে না। এগুলো লাইট ওয়েট হওয়ার জন্য ক্যারি করতে সুবিধা হয়।

এই নতুন ইয়ার ফোনটি AI ব্যাকড এনভায়রনমেন্টাল যুক্ত এক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ENC) পদ্ধতি দ্বারা সজ্জিত। এটিতে একটি কোয়াড মাইক সিস্টেম সংযুক্ত আছে ,যার মাধ্যমে স্পষ্ট শব্দ শোনা যায় বলে দাবি করা হয়েছে। এটিতে অন্যতম 40 ms লো লেটেন্সী গেমিং মোড সমর্থন করে, যার দ্বারা ভিডিও দেখা বা ভিডিও কল করার সময় এবং অনলাইন গেম খেলার সময় অসাধারন অভিজ্ঞতা দেয়।

Boat এয়ার ডোপসগুলোর এক একটিতে 65 mAh করে ব্যাটারী রয়েছে। এটির চার্জিং কেসটি 500 mAh ব্যাটারী দ্বারা সজ্জিত। মাত্র 10 মিনিট চার্জ দিলেই চার্জ থাকবে প্রায় 10 ঘন্টা। OWS যুক্ত ইয়ার ফোনগুলো ব্যাটারী কেস সহ 100 ঘন্টা পর্যন্ত ব্যাটারির চার্জ থাকবে বলে জানা যাচ্ছে। ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য ইয়ার বাড গুলি IPX5 রেটিং সহ আছে। ইয়ার বাড গুলি ব্লুটুথ 5.3 সংযোগ দ্বারা সজ্জিত।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO 15R বাজেটের মধ্যে দ্রুততম ফোন হতে পারে, কত টাকা দাম হবে দেখে নিন
  2. দেশের প্রথম 10,001mAh ব্যাটারির ফোন Realme P4 Power 5G আগামীকাল লঞ্চ হচ্ছে, দাম কত হবে জেনে নিন
  3. Aadhaar App: বাড়ি বসে এক ক্লিকে হবে আধারের ফোন নম্বর ও ঠিকানা আপডেট, হাজির কেন্দ্রের নতুন অ্যাপ
  4. 200MP ক্যামেরা ও 8,000mAh ব্যাটারির সাথে আসতে পারে Xiaomi 17 Max, লঞ্চ কবে জেনে নিন
  5. Android ডিভাইসের জন্য নতুন ফিচার্স আনল Google, ফোন চুরি বা হারালেও আর ভয় নেই
  6. WhatsApp বিশেষ সিকিউরিটি ফিচার আনল, হ্যাকারদের চেষ্টা হবে ব্যর্থ, এক ক্লিকেই সুরক্ষিত থাকবে অ্যাকাউন্ট
  7. Oppo গড়তে চলেছে রেকর্ড? এক ফোনেই এবার 200 মেগাপিক্সেলের জোড়া ক্যামেরা
  8. 6,000mAh ব্যাটারির সাথে Samsung Galaxy A07 5G সস্তায় ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ফাঁস
  9. iQOO 15R স্মার্টফোনের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, 200MP ক্যামেরা ও 7,600mAh ব্যাটারি থাকতে পারে
  10. Hybrid ATM: এটিএম থেকেই তোলা যাবে 10, 20, 50 টাকার নোট, খুচরোর কষ্ট শেষ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.