2000 টাকার মধ্যে উন্নত প্রযুক্তিযুক্ত নতুন ইয়ার ফোন।
Photo Credit: Boat
সোমবার ভারতে লঞ্চ করা হয়েছে boAt কোম্পানী সর্বপ্রথম ওপেন ইয়ার স্টোরিও (OWS) ইয়ার ফোন।এটি একটি ওয়ারলেস স্টিরিও। ইয়ার ফোনটি এয়ার কন্ডাকশন প্রযুক্তি দিয়ে তৈরি।boAt কোম্পানী এটি একদম নতুন ডিজাইনের সাথে বাজারে লঞ্চ করেছে।এটি হুকের আকার ধরণের ইয়ার পোড,সহজেই কানে আটকে থাকে।
ইয়ার ফোনগুলি চার্জিং কেস সহ 100 ঘন্টা পর্যন্ত চলতে সক্ষম বলে দাবি করা হয়েছে।
ভারতে boAt Air dopes pro Gear এর দাম 1,999 টাকা। এটি boAt কোম্পানীর অফিশিয়াল ওয়েবসাইট, অ্যামজন,Mentra স্টোরের মাধ্যমে কেনা যাবে। ফিল্পকার্ট এ এগুলি বর্তমানে 1,699 টাকার বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে। এছাড়াও বিভিন্ন অফলাইন স্টোর যেমন - রিলায়েন্স, ক্রোমা স্টোরগুলিতেও ইয়ার ফোন গুলি উপলব্ধ।
ইয়ার ফোনগুলো দুইটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে - এক্টিভ ব্ল্যাক এবং স্পোর্টিং গ্রীন।
boAt কোম্পানীর এয়ার ডোপসটি প্রোগিয়ার 15 mm ড্রাইভার দিয়ে সজ্জিত।এটি বায়ু সঞ্চালন পদ্ধতি ব্যবহার করে তৈরি করা হয়েছে। যার ফলে কোনো শব্দ করছে বাতাসের মধ্যে দিয়ে আমাদের কানে এসে পৌঁছায়। এই নতুন ডিজাইনের জন্য ইয়ার ফোনগুলো হুকের মতো হওয়ায়,খুব সহজেই কানের মধ্যে আটকে থাকে। যার ফলে কোথাও পরে যাওয়ার ভয় থাকে না। এগুলো লাইট ওয়েট হওয়ার জন্য ক্যারি করতে সুবিধা হয়।
এই নতুন ইয়ার ফোনটি AI ব্যাকড এনভায়রনমেন্টাল যুক্ত এক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ENC) পদ্ধতি দ্বারা সজ্জিত। এটিতে একটি কোয়াড মাইক সিস্টেম সংযুক্ত আছে ,যার মাধ্যমে স্পষ্ট শব্দ শোনা যায় বলে দাবি করা হয়েছে। এটিতে অন্যতম 40 ms লো লেটেন্সী গেমিং মোড সমর্থন করে, যার দ্বারা ভিডিও দেখা বা ভিডিও কল করার সময় এবং অনলাইন গেম খেলার সময় অসাধারন অভিজ্ঞতা দেয়।
Boat এয়ার ডোপসগুলোর এক একটিতে 65 mAh করে ব্যাটারী রয়েছে। এটির চার্জিং কেসটি 500 mAh ব্যাটারী দ্বারা সজ্জিত। মাত্র 10 মিনিট চার্জ দিলেই চার্জ থাকবে প্রায় 10 ঘন্টা। OWS যুক্ত ইয়ার ফোনগুলো ব্যাটারী কেস সহ 100 ঘন্টা পর্যন্ত ব্যাটারির চার্জ থাকবে বলে জানা যাচ্ছে। ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য ইয়ার বাড গুলি IPX5 রেটিং সহ আছে। ইয়ার বাড গুলি ব্লুটুথ 5.3 সংযোগ দ্বারা সজ্জিত।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy S26 Series Spotted in Leaked Case Renders; Samsung Tipped to Launch 25W Qi2 Magnetic Wireless Charger
Samsung Galaxy A07 5G India Launch Timeline Confirmed; Key Features Including 50-Megapixel Camera Confirmed