আজ বহু প্রত্যাশিত মেড বাই গুগল' (Made by Google) ইভেন্টে Google Pixel 10 লাইনআপের আত্মপ্রকাশ ঘটেছে। মার্কিন টেক জায়ান্টটি নতুন সিরিজটির অধীনে Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL, ও Pixel 10 Pro Fold লঞ্চ করেছে। এই ফ্ল্যাগশিপ ফোনগুলির সঙ্গে দুটি অত্যাধুনিক ওয়্যারেবল ডিভাইস এনেছে সংস্থা। যার মধ্যে TWS ইয়ারবাড মডেলটির নাম Pixel Buds 2a এবং স্মার্টওয়াচটির নাম Pixel Watch 4। উভয় গ্যাজেটে Gemini অ্যাক্সেস করা যাবে। Pixel Watch 4 এর বিশেষত্ব স্যাটেলাইট কানেক্টিভিটি। এটি প্রথম স্মার্টওয়াচ যা নেটওয়ার্ক কভারেজ ছাড়াই যোগাযোগ স্থাপনে সক্ষম।
Google Pixel Buds 2a ফিচার্স ও দাম
উন্নত অডিও কোয়ালিটির জন্য, Google Pixel Buds 2a এর অভ্যন্তরে একটি কাস্টম Tensor A1 চিপ রয়েছে। এটি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) প্রযুক্তির সঙ্গে এসেছে। বাডগুলিতে একটি কাস্টম স্পিকার ড্রাইভার ও দুর্দান্ত অডিও আউটপুটের জন্য একটি হাই-ফ্রিকোয়েন্সি চেম্বারও রয়েছে। এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাড Android স্মার্টফোন, iPhone, ট্যাবলেট, ল্যাপটপ সমস্ত রকম ডিভাইসের সঙ্গে কানেক্ট করা যাবে। এটি IP54 ওয়াটার রেজিস্টান্স অফার করে। ফলে ওয়ার্কআউটের ফলে সৃষ্ট বা হালকা বৃষ্টিতেও ক্ষতি হবে না।
প্রতিটি বাডে একজোড়া মাইক্রোফোন, মিউজিক, কল, এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলের জন্য ক্যাপাসিটিভ টাচ সেন্সর রয়েছে। সঙ্গে কাস্টম ডিজাইন করা 11 মিমি ডায়নামিক স্পিকার ড্রাইভার মিলবে। সাধারণ অবস্থায় 27 ঘন্টা (চার্জিং কেস ধরে) পর্যন্ত চলবে পিক্সেল বাডস 2a। তবে ANC চালু থাকলে চার্জিং কেস সহ 20 ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। এটি ভারতে 12,999 টাকায় লঞ্চ হয়েছে এবং হ্যাজেল ও আইরিস রঙের বিকল্পে উপলব্ধ। ইয়ারবাডটি Flipkart এর মাধ্যমে দেশে কেনা যাবে।
Google Pixel Watch 4 ফিচার্স ও দাম
Pixel Watch 4 এখনও পর্যন্ত স্মার্টওয়াচে গুগলের সবচেয়ে বড় আপগ্রেড। এতে অলওয়েজ-অন কার্ভড ডিসপ্লে রয়েছে যা সর্বোচ্চ 3,000 নিট পর্যন্ত উজ্জ্বলতা প্রদান করবে। এর ফলে বাইরে রোদের মধ্যে স্মার্টঘড়ি দেখতে অসুবিধা হবে না। স্মার্টওয়াচটির হার্ডওয়্যারের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন এসেছে। এতে Snapdragon W5 Gen 2 চিপ এবং একটি ML-চালিত কো-প্রসেসর রয়েছে। ঘড়িটির 41 মিমি ও 45 মিমি ডায়াল মডেলের ব্যাটারির আয়ু যথাক্রমে 30 ঘন্টা এবং 40 ঘন্টা। ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে মাত্র 15 মিনিটে 50% চার্জ হয়ে যায়।।
গুগল পিক্সেল ওয়াচ 4 এর আরেকটি বিশেষত্ব হল স্যাটেলাইট কানেক্টিভিটি। এটি প্রথম স্মার্টওয়াচ যা নেটওয়ার্ক কভারেজ ছাড়াই জরুরি পরিষেবার সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে সক্ষম। কব্জি তুলেই Gemini অ্যাক্সেস করা যাবে। আলাদা করে স্ক্রিন স্পর্শ করার প্রয়োজন হবে না। এতে চল্লিশের বেশি ব্যায়ামের মোড আছে। এটিি, লস অফ পালস ডিটেকশন নামে একটি বিশেষ ফিচার পেয়েছে যা পরিধানকারীর পালসে কিছু অস্বাভাবিক খুঁজে পেলেই ইমার্জেন্সি নম্বর বা পরিষেবায় যোগাযোগ করবে।
এছাড়াও, Pixel Watch 4-এ ECG, SpO2, HRV এবং শ্বাস-প্রশ্বাসের হার সনাক্তকরণের সুবিধা রয়েছে। ভারতে স্মার্টওয়াচটির দাম 39,900 টাকা থেকে শুরু হচ্ছে। আর 45 মিমি (ওয়াই-ফাই) ভেরিয়েন্টের দাম 43,900 টাকা। 41 মিমি ডায়ালের মডেলটি আইরিস, লেমনগ্রাস, পোর্সেলিন, এবং অবসিডিয়ান রঙে পাওয়া যাবে। অন্যদিকে, 45 মিমি ভেরিয়েন্টটি মুনস্টোন, পোর্সেলিন, ও অবসিডিয়ান রঙে উপলব্ধ।