এই বছরের 'মেড বাই গুগল' ইভেন্টে সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে Pixel 10 লাইনআপ। Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL, ও Pixel 10 Pro Fold মডেলের চারটি স্মার্টফোন লঞ্চ করতে পারে আমেরিকান সংস্থাটি।
16 জুলাই বিকাল 4 টা থেকে 19 জুলাই পর্যন্ত এই সেল চলবে। এই সেলে মাত্র 42,999 টাকা Google Pixel 2 (128 GB) ফোনটি কিনতে পারবেন গ্রাহকরা। এর সাথেই বেশিরভাগ স্মার্টফোনেই দারুন এক্সচেঞ্জ অফারে ও বাইব্যাক গ্যারান্টি দেবে Flipkart।