মেড বাই গুগল ইভেন্টে Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL, এবং Pixel 10 Pro Fold লঞ্চ হতে পারে।
Photo Credit: Google
Made by Google কোম্পানির বার্ষিক হার্ডওয়্যার লঞ্চ ইভেন্ট
Google Pixel 10 সিরিজ আগস্টেই আত্মপ্রকাশ করতে চলেছে৷ মার্কিন টেক জায়ান্টটির বার্ষিক হার্ডওয়্যার ইভেন্ট, 'মেড বাই গুগল' (Made by Google) আগামী আগস্ট 20, বুধবার, নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। iPhone 17 সিরিজের লঞ্চ ইভেন্টের (সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে হতে পারে) কিছুটা গা ঘেঁষেই নিজেদের অনুষ্ঠানের দিন নির্বাচন করেছে বিশ্ববিখ্যাত প্রযুক্তি সংস্থাটি। বিশেষ দিনটির মূল আকর্ষণ নিঃসন্দেহে ফ্ল্যাগশিপ Pixel 10 সিরিজ। অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে আসবে Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL, ও Pixel 10 Pro Fold। এছাড়াও, Pixel Watch 4 এবং Pixel Buds 2a-এর মতো ওয়্যারেবল ডিভাইস লঞ্চ হতে পারে।
Google Pixel 10 সিরিজের লঞ্চ তথা 'মেড বাই গুগল 2025' ইভেন্টটি আগস্ট 20 অনুষ্ঠিত হবে৷ ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গারম্যানকে পাঠানো গুগলের আমন্ত্রণ পত্র থেকে তেমনটাই নিশ্চিত করা গিয়েছে। নিউ ইয়র্ক সিটিতে ভারতীয় সময় রাত 10:30 মিনিটে নিউ সরাসরি অনুষ্ঠানটি শুরু হবে। গুগলের অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলির মাধ্যমে লাইভস্ট্রিমটি দেখতে পারবেন।
Google Pixel event is official: August 20, just a few weeks before Apple. pic.twitter.com/DbyfMoo7MX
— Mark Gurman (@markgurman) July 16, 2025
এই বছরের 'মেড বাই গুগল' ইভেন্টে সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে Pixel 10 লাইনআপ। Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL, ও Pixel 10 Pro Fold মডেলের চারটি স্মার্টফোন লঞ্চ করতে পারে আমেরিকান সংস্থাটি। গুগল তাদের পিক্সেল সিরিজের ডিজাইন নিয়ে বেশি কাটাছেঁড়া করতে পছন্দ করে না। এই বছর ফোনগুলির নান্দনিক পরিবর্তনের তুলনায় অভ্যন্তরীণ উন্নতির উপর জোর দেওয়া হয়েছে বলে জল্পনা শোনা যাচ্ছে।
গুগল পিক্সেল 10 সিরিজের একটি গুরুত্বপূর্ণ আপগ্রেড হবে প্রসেসর। সংস্থাটির নতুন Tensor G5 চিপ তৈরি করছে তাইওয়ানের TSMC, যেখানে এতদিন গুগলের চিপ বানানোর দায়িত্বে ছিল স্যামসাং ফাউন্ড্রি। এই পরিবর্তন নয়া স্মার্টফোনগুলির পাওয়ার এফিশিয়েন্সি এবং হিট ম্যানেজমেন্ট উন্নত করতে পারে। এছাড়া, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের লেটেস্ট ভার্সন, Android 16 এর সঙ্গে আসবে Google Pixel 10 সিরিজ।
স্মার্টফোনের পাশাপাশি, কোম্পানি Pixel Watch 4 লঞ্চ করতে পারে। রিপোর্ট বলছে, এটি বর্তমান মডেলের মতো একই হার্ডওয়্যার বজায় রাখবে, যার মধ্যে রয়েছে Snapdragon W5 Gen 1 চিপ। স্মার্টওয়াচটি দু'টি আকারে পাওয়া যেতে পারে। এতে পাওয়ারফুল 459mAh ব্যাটারি থাকতে পারে। অন্যদিকে, Pixel Buds 2a প্রায় প্রায় 149 ইউরোতে (প্রায় 14,000 টাকা) লঞ্চ হতে পারে। এটি সংস্থার বর্তমান প্রিমিয়াম ইয়ারবাডগুলির সাশ্রয়ী মূল্যের বিকল্প হিসাবে আসতে পারে, তবে এর সম্পর্কে খুবই কম তথ্য সামনে এসেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Mushrooms Could Power Future Eco-Friendly Computers, Study Suggests
MIT Physicists Discover a Way to See Inside Atoms Using Tabletop Molecular Technique
Saturn’s Icy Moon Enceladus Organic Molecules May Have Been Fromed by Cosmic Rays, Scientists Find
Researchers Use AI to Predict Storm Surges Faster and More Accurately