আকর্ষনীয় ডিজাইন এবং রঙের সাথে উন্মোচিত হয়েছে Huawei Watch Fit 3

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 9 এপ্রিল 2025 14:52 IST
হাইলাইট
  • Huawei Watch Fit 3-এর স্ক্রিন সর্বোচ্চ 1500নিট পর্যন্ত উজ্জ্বলতা সমর্থন
  • এই স্মার্টওয়াচে একটি PPG সেন্সর কয়েছে যেটির সম্ভাব্য A-Fib পর্যবেক্ষণ
  • Huawei Watch Fit 3 তে একটি 400mAh ব্যাটারী আছে

হুয়াওয়ে ওয়াচ ফিট ৩ একটি ঘূর্ণায়মান, কার্যকরী মুকুট দিয়ে সজ্জিত

Photo Credit: Huawei

ভারতে লঞ্চ করা হয়েছে Huawei Watch Fit 3। এই স্মার্টওয়াচটিতে একটি 1.82-ইঞ্চির আয়তকার ডিসপ্লে, 5ATM অবধি জলরোধী রেটিং, এবং ব্লুটুথ কল করার সুবিধা আছে। দাবি করা হয়েছে যে, একবার চার্জে এটি প্রায় 10দিন পর্যন্ত চলতে পারে এবং এতে একটি ফাংশনাল ক্রাউনও আছে। এই স্মার্ট ওয়্যারাবলটি আন্ড্রয়েড এবং iOS, দুটি প্ল্যাটফর্মেই কাজ করে। যদি ফোনটি সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে ব্যবহারকারীরা এই Watch Fit 3 থেকেই গান চালানো, বন্ধ করা বা ক্যামেরার নিয়ন্ত্রণ করতে পারবে। এছাড়াও আরো স্বাস্থ্য ও সুস্থতা সম্বন্ধিত ফিচারও রয়েছে।

ভারতে Huawei Watch Fit 3-র দাম

ভারতে Huawei Watch Fit 3-এর দাম শুরু হচ্ছে 14999 টাকা থেকে। ফ্লিপকার্ট তালিকা অনুযায়ী, এটি গ্রীন, মিডনাইট ব্ল্যাক, মুন হোয়াইট, এবং নেবুলা পিংক রঙের বিকল্পে পাওয়া যাবে। অন্যদিকে, 15999টাকায় একটি স্পেস-গ্রে ও গ্রে-নাইলনের স্ট্র্যাপের সাথেও পাওয়া যাবে।
এই মুহূর্তে Huawei Watch Fit 3-এর সব বিকল্পগুলো অ্যামাজনে ছাড়ের সাথে 10999 টাকায় পাওয়া যাচ্ছে। তবে এটি সীমিত সময়ের অফার হতে পারে।

Huawei Watch Fit 3-এর বৈশিষ্টসমূহ:

Huawei Watch Fit 3-এ একটি 60 Hz রিফ্রেশ-রেট সহ 1.82 ইঞ্চির আয়তকার AMOLED ডিসপ্লে আছে, যেটির স্ক্রিন-টু-বডি রেশিও 77.4%, 480×408 পিক্সেল রেজোলিউশন, 347-PPI পিক্সেল ডেনসিটি, সর্বোচ্চ 1500নিট উজ্জ্বলতা এবং সবসময় অন ডিসপ্লের সমর্থন আছে।

এই স্মার্টওয়াচে হৃৎস্পন্দন, SpO2 লেভেল (রক্তে অক্সিজেন), ও শ্বাস-প্রশ্বাসের হার পরিমাপ সাথেই Menstrual cycle আর ঘুম ট্র্যাক করার সুবিধাও থাকছে। এতে থাকা PPG সেন্সর ব্যবহারকারীর A-fib (Atrial fibrillation) এবং আগেই হার্টবিট হওয়ার সম্ভাবনা পর্যবেক্ষণ করতে সাহায্য করে। এছাড়াও, ক্যালোরি ইনটেক ট্র্যাক করে পুষ্টিগত বিশ্লেষণও করে দেয়। দীর্ঘক্ষণ বসে থাকলে এটি ব্যবহারকারীকে নড়াচড়া করার জন্য সতর্কবার্তা দেয়। এটির মধ্যেই GPS যুক্ত করা আছে এবং বেশ কিছু Workout মোড আগে থেকেই সেট করা আছে।

Huawei Watch Fit 3-এ 400mAh ব্যাটারি রয়েছে, যা একবার চার্জে সর্বোচ্চ 10-দিন পর্যন্ত চলতে পারে বলে দাবি করা হয়েছে। তবে সাধারণ ব্যবহারে এটি প্রায় 7-দিন এবং সবসময় অন ডিসপ্লে চালু থাকলে প্রায় ৪-দিন পর্যন্ত ব্যাটারি লাইফ দিতে পারে।

কোম্পানির তরফে Huawei Watch Fit 3-এ ব্লুটুথ কলিং-এর সমর্থন থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। ব্যবহারকারীরা স্মার্টওয়াচ থেকে ফোনের গান চালানো ও ক্যামেরার শাটার নিয়ন্ত্রণ করতে পারবে। এই স্মার্টওয়াচে 5-ATM জলরোধী রেটিং রয়েছে। Watch Fit 3-তে একটি কার্যকরী, ঘোরানো যায় এমন ক্রাউন আছে, যার নিচের ডানদিকে আরেকটি ফাংশন বোতাম দেওয়া হয়েছে। ঘড়িটির পুরুত্ব 9.9-মিমি এবং ওজন মাত্র 26-গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Amazon-এর নতুন ফিচারে বদলে গেল অনলাইন শপিং, চিন্তামুক্ত হবে ক্রেতারা
  2. চার্জ ছাড়াই চলবে তিন দিন, 7,000mAh ব্যাটারি সহ ভারতে আসছে Moto G06 Power
  3. BSNL eSIM: 4G চালুর পর নতুন পরিষেবা নিয়ে হাজির BSNL, এবার সিম ছাড়াই কলিং এবং ইন্টারনেট
  4. ক্যামেরায় দুর্দান্ত, পারফরম্যান্স অদ্বিতীয়, OnePlus 13-এর দাম 10,000 টাকা কমল
  5. Flipkart Festive Dhamaka Sale: ফ্লিপকার্টে শুরু ফেস্টিভ ধামাকা সেল, প্রিমিয়াম ফোনে বাম্পার ছাড়
  6. 6,999 টাকার ফোনে 6 বছর পর্যন্ত Android আপডেট, বড় চমক নিয়ে ভারতে হাজির Samsung Galaxy M07
  7. Upcoming Smartphones in October 2025: অক্টোবরে ধামাকা, বাজার কাঁপাতে আসছে ভিভো, ওয়ানপ্লাসরা
  8. Lava Agni 4: চাইনিজ ব্র্যান্ডদের ঘোল খাইয়ে ছাড়বে স্বদেশি স্মার্টফোন, আসছে লাভা অগ্নি 4
  9. iQOO 15 তুখোড় ফিচার্সের সঙ্গে নভেম্বরে ভারতে লঞ্চ হতে পারে, দাম নিয়ে বড় খবর
  10. 4G চালুর পর ধামাকা অফার আনল BSNL, 225 টাকায় সারা মাস 75 জিবি ডেটা ও যত খুশি কথা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.