25dB পর্যন্ত সক্রিয় শব্দ বাতিলকরণ প্রযুক্তি সমৃদ্ধ ইয়ারবাড Infinix XE 27 এবং Buds Neo

বিজ্ঞাপন
আপডেট: 23 অগাস্ট 2024 16:46 IST
হাইলাইট
  • ইয়ার ফোন দুটি 10mm ড্রাইভার যুক্ত
  • ইয়ারবাড দুটি 25dB পর্যন্ত পারিপার্শ্বিক শব্দ বাতিলকরনের ক্ষমতা সম্পন্
  • পরিবেশগত শব্দ বাতিলকরনের জন্য কোয়াড মাইক ব্যবহার করা হয়েছে

Infinix কোম্পানী ঘোষণা করলো তাদের সম্পূর্ণ নতুন দুটি তারবিহীন ইয়ারবাড (TWS) Infinix  XE27 এবং Buds Neo।

Infinix কম্পানির7 বছরের বার্ষিক জয়ন্তী উপলক্ষে এই নতুন বাডগুলির উপস্থাপনের মাধ্যমে সেটি উজ্জাপন করলেন। এর থেকে বোঝা যায়,কোম্পানী মানুষে ডিজিটাল লাইফস্টাইল বাড়ানোর জন্য কতটা প্রতিজ্ঞাবদ্ধ।

Infinix XE27 TWS ইয়ারবাড:

কোম্পানীর XE27  ইয়ারবাডটি টেকসই এবং মসৃন ডিজাইনের বৈশিষ্ট্যর সহ নির্মিত। এটিতে একটি10 মিমি ড্রাইভার যুক্ত করা হয়েছে। ইয়ারবাডটি সক্রিয় শব্দ বাতিলকরণ প্রযুক্তি সমৃদ্ধ। এটি 25dB পর্যন্ত অবাঞ্ছিত পারিপার্শ্বিক শব্দ কমানোর মাধ্যমে যে কোনোধরনের অডিও শোনার অভিজ্ঞতা বাড়াতে পারে।

এটিতে পরিবেশগত শব্দ বাতিলকরন প্রযুক্তি সমৃদ্ধ, দুটি কোয়াড মাইক সংযুক্ত করা হয়েছে, যার মাধ্যমে যেকোনো কোলাহলপূর্ণ পরিবেশের মধ্যেও পরিষ্কার কল করা যায়।

যে সব গ্রাহকরা গেম খেলতে পছন্দ করেন তাদের এই নতুন বাডটি লোলেটেন্সি গেমিং মোডএর পরিষেবা দিতে সক্ষম। এটি 28 ঘন্টা পর্যন্ত ব্যাটারির আয়ু প্রদান করে।
ফার্স্ট চার্জিং ব্যাবস্থার মাধ্যমে এটি 10 মিনিট চার্জের বিনিময়ে  60 মিনিট পর্যন্ত গেম খেলার সময় প্রদান করে।
গ্রাহকরা বহুমুখী স্পর্শ নিয়ন্ত্রন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন বৈশেষ্টার কাজকর্মগুলি নিয়ন্ত্রণ করতে পারে ।
গুগল দ্রুত সংযোগের, ফ্ল্যাশ সংযোগের মাধ্যমে এটি সহজেই সংযুক্ত করা যায়।
ইরারবাডটিকে জল,ঘাম এবং হালকা বৃষ্টি থেকে বাঁচানোর জন্য এটিতে IPX4 রেটিং নির্মিত করা হয়েছে।

 Infinix XE27 ইয়ার বাডটির স্পেসিফিকেশন (সংক্ষিপ্ত):

ড্রাইভার: 10 মিমি।
সক্রিয় শব্দ বাতিলকরণ (ANC) বৈশিষ্ট্য: 25dB পর্যন্ত।
পরিবেশগত শব্দ বাতিলকরণ  (ENC):  কোয়াড-মাইক নির্মিত।
ব্যাটারি : 28 ঘন্টা পর্যন্ত চলতে সক্ষম। 
দ্রুত চার্জের বিনিময়ে ব্যাটারির আয়ু: খেলার সময় 10 মিনিট চার্জের বিনিময়ে 60 মিনিট পর্যন্ত।
খেলার রূপ : 60ms কম লেটেন্সি যুক্ত খেলার পদ্ধতি।
স্পর্শ নিয়ন্ত্রণ প্রক্রিয়া: বহুমুখী  বৈশিষট্যসম্পন্ন।
পেয়ারিং: গুগল ফাস্ট পেয়ারের ফ্ল্যাশ সংযোগ।
জলপ্রতিরোধের ক্ষমতা: IPX4 রেটিং নির্মিত।

Infinix Buds Neo TWS ইয়ার বাড:

এই ইয়ারবাডটিও পরিবেশগত শব্দ বাতিলকরন পদ্ধতি যুক্ত কোয়াড মাইক দ্বারা নির্মিত।যেটি পরিষ্কার কলের সুবিধা দেয়। এটিতে WeLife অ্যাপ অন্তর্ভুক্ত করা আছে ,যার মাধ্যমে নিজের পছন্দমতো সেটিং এবং আপডেট করা যায়।
Buds3 Neo ইয়ারবাডটি লোলেটেনসি গেমিং মোড এবং বহুমুখী স্পর্শ নিয়ন্ত্রন প্রক্রিয়া দ্বারা সজ্জিত।XE 27 ইয়ারবাডটির মত এই ইয়ারবাডটিও IPX4 রেটিং দ্বারা যুক্ত।

Infinix Buds Neo ইয়ারবাডটির বৈশিষ্ট্য (সংক্ষিপ্ত)

পরিবেশগত শব্দ বাতিলকরন প্রক্রিয়া (ENC): কোয়াড মাইক সমৃদ্ধ।
গেমিং মোড: কম লেটেন্সি যুক্ত খেলার পদ্ধতি আছে।
স্পর্শ নিয়ন্ত্রণ প্রক্রিয়া: বহুমুখী প্রক্রিয়া সম্পন্ন।
অ্যাপ সমর্থন:WeLife অ্যাপের মাধ্যমে,নিজের পছন্দ মত সাজানো এবং আধুনিক রূপ দিতে পারা যায়।
জল প্রতিরোধের ক্ষমতা: IPX4 রেটিং আছে। 

Advertisement

দাম এবং উপলব্ধতা:

Infinix XE27 বাডটি সাদা এবং নীল রঙের বিকল্পের জন্য দাম 1,699 টাকা।
Infinix Buds Neo বাডটির মূল্য 1399 টাকা এবং এটি সাদা পার্ল এবং  কালোফ্লেম রঙে উপলব্ধ।
চলতি বছরের 26 সে আগস্ট থেকে ইয়ারবাড দুটিই ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Infinix XE27, Infinix, Infinix XE27 TWS
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 12.1 ইঞ্চি ডিসপ্লে ও 10,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Lenovo Tab Plus, বিনামূল্যে মিলছে স্টাইলাস পেন
  2. Vivo S50 ও Vivo S50 Pro Mini বাজার কাঁপিয়ে লঞ্চ হল, ডিজাইন, সেরা ফিচার্সে বাজিমাত
  3. Oppo Reno 15c চমৎকার ফিচার্স নিয়ে হাজির, 50MP সেলফি ক্যামেরা এবং 6500mAh ব্যাটারি রয়েছে
  4. Jio তিনটি নতুন রিচার্জ প্ল্যান আনল, সঙ্গে হটস্টার, হইচই, প্রাইম ভিডিও পুরো ফ্রি, দাম 103 টাকা থেকে শুরু
  5. পেন্সিলের থেকেও পাতলা ফোন Motorola Edge 70 ভারতে লঞ্চ হল, 50MP সেলফি ক্যামেরা সহ দুর্ধর্ষ ফিচার্স রয়েছে
  6. OnePlus 15R: ওয়ানপ্লাসের 7,400mAh ব্যাটারি-যুক্ত স্মার্টফোনের দাম ভারতে লঞ্চ হওয়ার আগেই ফাঁস হল
  7. Redmi Note 15 5G মিড-রেঞ্জে বড় ধামাকা নিয়ে ভারতে আসছে, ব্যাটারি চলবে 5 বছর!
  8. Samsung বছরের সেরা অফার আনল, 42,000 টাকারও বেশি ছাড়ে বিক্রি হচ্ছে এই ফোন
  9. মিসড কল মেসেজ সহ একঝাঁক নতুন ফিচার আনল WhatsApp, স্ট্যাটাস ও চ্যাটেও বিরাট পরিবর্তন
  10. Realme Narzo 90 সিরিজের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, সস্তায় সেরা ফিচার পাবেন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.