ভারত সহ বিশ্বের বাজারে লঞ্চ হতে চলেছে Nothing HeadPhone 1, সাথে থাকছে Nothing Phone 3

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 10 জুন 2025 13:04 IST
হাইলাইট
  • কোম্পানির প্রথম ওভার-দ্যা-ইয়ার হেডফোন Nothing HeadPhone 1
  • হেডফোনটি 1লা জুলাই লঞ্চ করা হবে
  • ওই একই তারিখে Nothing Phone 3 ও উন্মোচিত হতে পারে

কোম্পানিটি আগেই ঘোষণা করেছিল যে নাথিং ফোন ৩ ১ জুলাই লঞ্চ হবে।

Photo Credit: Nothing

Nothing-কোম্পানি এই প্রথম তাদের একটি নতুন হেডফোন Nothing HeadPhone 1 লঞ্চ করতে চলেছে। কোম্পানির সাথে ব্রিটিশ অডিও ফার্ম KEF-এর চুক্তির পরেই এই ঘোষণাটি করা হয়েছে। তবে আগেই কোম্পানির মালিক Carl Pei জানিয়েছিল যে, তাদের এই নতুন হেডফোনটি কোম্পানির আসন্ন নতুন স্মার্টফোন Nothing Phone 3-এর সাথে লঞ্চ করা হবে। সম্প্রতি তিনি এও জানান যে,হেডফোনটি ভারত সহ বিশ্বের কিছু বাছাইকরা বাজারে লঞ্চ করা হবে। Nothing ইতিমধ্যেই অনেকগুলি আংশিক স্বচ্ছ বডি সহ -ট্রুলি ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারফোন লঞ্চ করেছে, যেগুলিতে অভ্যন্তরীণ কিছু অংশ দেখতে পাওয়া যায়, এবং একটি ওপেন-ইয়ার হেডফোনও এনেছে, যার নাম Nothing Ear Open।

Nothing কোম্পানির CEO Carl Pei, Headphone 1-এর লঞ্চের তারিখ প্রকাশ করেছে:

বৃহস্পতিবার SXSW লন্ডনে Pei জানান যে, Nothing HeadPhone 1-টি জুলাই মাসের 1-তারিখ লঞ্চ করা হবে। Nothing কোম্পানির নতুন স্মার্টফোন Nothing Phone 3-এর সাথে হেডফোনটিকে ওই দিন লঞ্চ করার কথা বলা হয়েছে। যেটি Nothing Phone 2-এর উত্তরসূরি হিসেবে বাজারে আসতে চলেছে।

কিছু মাস আগেও SGS Fimko সার্টিফিকেশন ওয়েবসাইটে একটি তারবিহীন হেডফোন দেখা গিয়েছিল,যেটির মডেল নম্বর ছিল B170 কিন্তু আগের মাসেই কোম্পানি জানিয়েছে যে, তারা খুব শীঘ্রই একটি ওভার-দ্য-ইয়ার হেডফোন আনতে পারে।কিন্তু দুঃখের বিষয় হলো ওই তালিকায় ডিভাইসটির স্পেসিফিকেশন সম্পর্কে আর কোনো তথ্য দেওয়া হয়নি।

সেই সময়ে কোম্পানির ইঞ্জিনিয়াররা বলেছিল যে এই ওয়্যারলেস হেডফোনগুলির একটি নতুন ডিজাইন থাকবে এবং এতে বোতাম থাকবে যা ব্যবহারকারী হেডফোন পরে থাকলেও সহজেই দেখতে পাওয়া যাবে।

বিভিন্ন টিপস্টার Nothing HeadPhoneটির বাজারে আসা নিয়ে অনেক কিছু দাবি করলেও,তাদের মধ্যে অন্যতম টিপস্টার Arsene Lupin (@MysteryLupin), যিনি চলতি মাসের শুরুতে দাবি করেন যে, Nothing-কোম্পানির তাদের নতুন Nothing HeadPhone 1-টি সেপ্টেম্বর মাসের শেষের দিকে কালো এবং সাদা রঙের বিকল্পে লঞ্চ করবে। দাম সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছিলেন এটির দাম সম্ভবত $299 (প্রায় 25,700 টাকা) হবে। অর্থাৎ এটি অন্যান্য প্রিমিয়াম ব্র্যান্ডের তুলনায় সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে।

এছাড়াও সোস্যাল মিডিয়াতে হেডফোনটি সম্পর্কে কিছু তথ্য থেকে মনে করা হচ্ছে, এটিতে বিভিন্ন ANC মোড যুক্ত করা হবে, যেটি গ্রাহকরা ফোনের মাধ্যমে কাস্টোমাইজ করতে পারবে। আরোও বলা হয়েছে যে,কোম্পানি এটির সাথে সেরা অডিও ফিচার যুক্ত করতে পারে।

উপরোক্ত তথ্যগুলি ছাড়া Nothing HeadPhone 1 সম্মন্ধে আর কিছুই জানা যায়নি।অন্যদিকে 2022-সালে Nothing কোম্পানির CEO Carl Pei, একটি লিংক শেয়ার করেছিলেন, যেখানে একজন আর্টিস্টের তৈরি একটি ওভার দ্যা ইয়ার হেডফোনের ডিজাইন ছিল এবং সেটিকে কালো ও সাদা রঙের বিকল্পে দেখানো হয়েছিল।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nothing Headphone 1, Headphone 1, Nothing, Carl Pei
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে।
...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 18 সিরিজ নিয়ে বিশাল আপডেট, অবশেষে যুক্ত হতে পারে 24 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  2. ভারতে লঞ্চের আগেই Oppo এর প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরা ফোনের দাম ফাঁস হল
  3. iPhone 18 Pro: Apple এর বিরাট চমক, আইফোনে আসছে ট্রান্সপারেন্ট ডিজাইন!
  4. Oppo Find X9 স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, উত্তেজনায় ফুটছে ক্রেতারা
  5. ফুল চার্জ মাত্র 30 মিনিটে! ট্রিপল ক্যামেরার Realme ফোনের দাম 15,500 টাকা কমল
  6. Oppo Find X9 সিরিজ ভারতে নভেম্বর 18 লঞ্চ হচ্ছে, থাকবে 200MP ক্যামেরা ও 7,500mAh ব্যাটারি
  7. B by Lenskart: লেন্সকার্ট AI চশমা লঞ্চের ঘোষণা করল, চোখের ইশারায় হবে UPI পেমেন্ট
  8. Realme C85 5G নভেম্বরে ভারতে আসছে, সস্তায় 7,000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা পাবেন
  9. Oppo Reno 15 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, 200 মেগাপিক্সেল AI ক্যামেরায় বাজিমাত করবে
  10. Vivo S50 সিরিজের নয়া ফোন 90W ফাস্ট চার্জিং ও ট্রিপল ক্যামেরার সঙ্গে লঞ্চ হচ্ছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.