Oakley Meta Glasses: মেটার AI চশমা স্মার্টফোনের যাবতীয় কাজ করবে, পয়লা ডিসেম্বর ভারতে আসছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 25 নভেম্বর 2025 16:49 IST
হাইলাইট
  • Oakley Meta Glasses এর সঙ্গে Meta AI যুক্ত আছে
  • মেটার নতুন স্মার্ট চশমার মাধ্যমে ইনস্টাগ্রামে ভিডিও লাইভ করা যাবে
  • Meta এই চশমায় UPI পেমেন্ট সাপোর্ট আনার কাজ করছে

Oakley Meta Glasses comes with Meta AI Features

Photo Credit: Meta

Oakley Meta HSTN AI স্মার্ট গ্লাস ভারতে আগামী সপ্তাহ থেকে পাওয়া যাবে। সানগ্লাস, সেফটি গ্লাস, ও অ্যাপারেলের মতো স্পোর্টস পারফরম্যান্স ইকুইপমেন্ট নির্মাতা Oakley ও ফেসবুকের মূল সংস্থা Meta যৌথ উদ্যোগে স্মার্ট চশমাটি ভারতে আনছে। সংস্থাদ্বয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি মূলত অ্যাথলিট, কনটেন্ট ক্রিয়েটর, ও টেক-স্যাভি সক্রিয় ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে। আধুনিকতায় মোড়ানো এই স্মার্ট গ্লাসে চোখে পরলেই ইচ্ছামতো ছবি-ভিডিও তোলা যাবে। ইংরেজি ও হিন্দি ভাষাতে ভয়েস কমান্ড গ্রহণ করবে। চলুন Oakley Meta Glasses এর দাম এবং অন্যান্য ফিচার্স দেখে নেওয়া যাক।

Oakley Meta Glasses দাম

Oakley Meta Glasses এর দাম ভারতে 41,800 টাকা থেকে শুরু হচ্ছে। অগ্রিম-অর্ডার ইতিমধ্যেই Sunglass Hut-এ লাইভ হয়েছে। ডিসেম্বর 1 থেকে দেশের বিভিন্ন বড় অপটিক্যাল ও চশমার রিটেল স্টোরে পাওয়া যাবে। ক্রেতারা প্রিজম ও পোলারাইজড সহ মোট ছ'টি আলাদা  ফ্রেম ও লেন্সের কম্বিনেশন থেকে পছন্দের ভ্যারিয়েন্ট বেছে নিতে পারবেন। এই চশমায় পাওয়ার বসাতেও পারেন।

Oakley Meta Glasses ফিচার্স

নানা রকম সুযোগসুবিধে থাকলেও Oakley Meta Glasses কিন্তু ভারী নয়। এতে হালকা ফ্রেম ব্যবহার করা হয়েছে এবং সঙ্গে Meta AI ফিচার্স যুক্ত। চশমা পরে থাকা অবস্থায় যে দিকে তাকাবেন, ছবি বা ভিডিও ক্যামেরাবন্দি হয়ে যাবে। ব্যবহারকারীরা 12 মেগাপিক্সেলের ক্যামেরায় 3K রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। আবার অডিও রেকর্ডিং করার জন্য পাঁচটি মাইক্রোফোন আছে।

মেটার নতুন স্মার্ট চশমার মাধ্যমে ইনস্টাগ্রামে ভিডিও লাইভ করা যাবে। ব্লুটুথ থাকার ফলে স্মার্টফোনের সঙ্গে জুড়ে নিলে ফোন করা এবং মেসেজ দেখা সম্ভব হবে। শুধু 'হে মেটা' বললেই ভয়েস অ্যাসিস্ট্যান্ট সক্রিয় হয়ে যাবে। এর মাধ্যমে আবহাওয়ার খবর জানা, রান্না সংক্রান্ত টিপস, ও অবসরে সময়ে কী করা যায়, তাঁর পরামর্শ মিলবে।

এই চশমাতে গান শোনারও ব্যবস্থা রেখেছে কোম্পানি। এটি Apple Music, Spotify সহ বেশ কয়েকটি অ্যাপের সঙ্গে ইন্টিগ্রেটেড, ফলে প্রিয় গান শোনা বা প্লেলিস্ট বদলানো সহজ হয়ে উঠেছে। সংস্থা UPI Lite QR পেমেন্টস নামে একটি নতুন ফিচার পরীক্ষা করছে, যেখানে চশমা পরিহিত অবস্থায় QR কোডের দিকে তাকিয়ে "Hey Meta Scan and Pay" বললেই পেমেন্ট সম্পন্ন হবে।

ইউজারের WhatsApp প্রোফাইলের সঙ্গে যুক্ত করা আকাউন্ট থেকে টাকা কাটবে। চশমায় IPX4 স্তরের জল এবং ধুলোরোধী ক্ষমতা আছে। এটি ফুল চার্জে সাধারণ ব্যবহারে 8 ঘন্টা পাওয়ার ব্যাকআপ দেবে। চার্জিং কেস থেকে অতিরিক্ত 48 ঘন্টা ব্যাকআপ মিলবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme Pad 3: ফোনের থেকেও স্লিম ট্যাব ভারতে আনল রিয়েলমি, রয়েছে 2.8K স্ক্রিন ও 12200mAh ব্যাটারি
  2. Redmi Pad 2 Pro 5G বিশাল 12000mAh ব্যাটারি ও 12.1 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল, 7 বছর সফটওয়্যার আপডেট মিলবে
  3. Realme 16 Pro সিরিজ 200MP ক্যামেরা ও 7000mah ব্যাটারি সহ লঞ্চ হল, ফিচার্সে বড় চমক, দাম জেনে নিন
  4. 108 মাস্টারপিক্সেল ক্যামেরার সঙ্গে Redmi Note 15 5G লঞ্চ হল ভারতে, ক্রেতারা পাবে 3,000 টাকা ডিসকাউন্ট
  5. ইলেকট্রিক গাড়ির ব্যাটারি প্রযুক্তি এবার স্মার্টফোনে, দেড় দিনের বেশি ব্যাকআপ দেবে Poco M8 5G
  6. Honor Power 2 অবিশ্বাস্য 10,080mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল, দামও কম, দেখতে অবিকল iPhone 17 Pro Max
  7. Oppo A6 Pro 5G ভারতে 7,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং, ও VC কুলিং সিস্টেমের সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  8. Nyaya Setu: উকিলের কাছে ছুটতে হবে না, ডিফোর্স থেকে ঘরোয়া বিবাদ, ফ্রি-তে আইনি সাহায্য পাবেন হোয়াটসঅ্যাপে
  9. Vivo X300 FE ও X200T শীঘ্রই ভারতে আসছে, পেল BIS-এর ছাড়পত্র, ক্যামেরা ও ব্যাটারিতে চমক
  10. Realme Neo 8 ট্রান্সপারেন্ট ডিজাইনের সঙ্গে জানুয়ারিতে লঞ্চ হচ্ছে, থাকবে 120x জুম ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.