Photo Credit: GMSArena
17 ডিসেম্বর ভারতে লঞ্চ হবে Realme Buds Air। এটা কোম্পানির প্রথম ‘ট্রু ওয়্যারলেস ইয়ারবাড'। ইতিমধ্যেই একাধিক টিজার প্রকাশ করে Realme Buds Air সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ করেছে Realme। সাদা, কালো ও হলুদ রঙে লঞ্চ হবে এই প্রোডাক্ট। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে Realme Buds Air ইয়ারফোনে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে। প্রকাশিত ছবিতে কালো রঙে একটি Realme Buds Air চার্জিং কেস ওয়্যারলেস চার্জারের উপরে চার্জ হতে দেখা গিয়েছে।
সম্প্রতি GSMArena ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্তে জানানো হয়েছে লঞ্চের সময় Realme Buds Air এ ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে। এই জন্য গ্রাহককে অতিরিক্ত খবর করতে হবে না।
ছবিতে একটি কালো রঙের Realme Buds Air চার্জিং কেস ওয়্যারলেস চার্জিং প্যাডের উপরে দেখা গিয়েছে। সেখানে সবুজ রঙের এলইডি চার্জিংয়ের সংকেত দিচ্ছে। কালো, সাদা ও হলুদ রঙে লঞ্চ হবে Realme Buds Air।
Realme Buds Air এ থাকছে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট
চলতি সপ্তাহে ট্যুইটারে Realme প্রধান মাধব শেঠ Realme Buds Air এর টিজার প্রকাশ করেছে। মাধব জানিয়েছেন 17 ডিসেম্বর দুপুর 12 টা 30 মিনিটে এই লঞ্চ ইভেন্ট শুরু হবে। সাদা, কালো আর হলুদ রঙে পাওয়া যাবে Realme Buds Air।
16 ডিসেম্বরের আগে পর্যন্ত Realme Buds Air এর উপরে 400 টাকা কুপন দিচ্ছে কোম্পানি। এই প্রোডাক্ট কিনতে আগ্রহী হলে কোম্পানির ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা যাবে। 16 ডিসেম্বরের আগে Realme X2 Pro, Realme XT, Realme X, Realme 5 Pro অথবা Realme X Master কিনলে 400 টাকা কুপন পাওয়া যাবে। Realme Buds Air কেনার সময় এই কুপন ব্যবহার করা যাবে।
Realme Buds Air তে থাকছে 12nm বাস বুস্ট ড্রাইভার। থাকছে Bluetooth 5.0 সাপোর্ট। থাকছে টাচ কন্ট্রোল আর Google Assistant সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন