সোমবার ভারতে এল Realme Buds Air Neo। গত বছর লঞ্চ হওয়া Buds Air-এ একাধিক আপগ্রেড সহ এই ইয়ারফোন লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। 12মিমি ড্রাইভারের পরিবর্তে নতুন ইয়ারবাডে থাকছে 13 মিমি ড্রাইভার।
17 ডিসেম্বর ভারতে লঞ্চ হবে Realme Buds Air। এটা কোম্পানির প্রথম ‘ট্রু ওয়্যারলেস ইয়ারবাড’। ইতিমধ্যেই একাধিক টিজার প্রকাশ করে Realme Buds Air সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ করেছে Realme।