Redmi ব্র্যান্ডের অধীনে আগে শুধুমাত্র বাজেট স্মার্টফোন লঞ্চ করত Xiaomi। সম্প্রতি চিত্রটা বদলেছে। এই বছরেই Redmi ব্র্যান্ডের অধীনে লঞ্চ হয়েছিল ল্যাপটপ। এবার লঞ্চ হল Redmi Power Bank। 10,000mAh আর 20,000mAh ক্ষমতার দুটি পাওয়ার ব্যাঙ্ক লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। আপাতত শুধুমাত্র চিনে এই পাওয়ারব্যাঙ্ক পাওয়া যাবে। চিনে 10,000mAh Redmi Power Bank PB100LZM এর দাম 59 ইউয়ান (প্রায় 590 টাকা)। অন্যদিকে 20,000mAh Redmi Power Bank PB200LZM এর দাম 99 ইউয়ান (প্রায় 991 টাকা)।
চিনে সোশ্যাল মিডিয়া পোস্টে Redmi পাওয়ার ব্যাঙ্ক লঞ্চের খবর প্রকাশ করেছে Xiaomi। সোশ্যাল মিডিয়া পোস্টে সাদা রঙে এই পাওয়ার ব্যাঙ্ক দেখা গিয়েছে। তবে অন্য কোন রঙে এই পাওয়ারব্যাঙ্ক পাওয়া যাবে কি না জানা যায়নি। দুটি পাওয়ার ব্যাঙ্কই Micro USB আর USB Type-C পোর্টের মাধ্যমে চার্জ করা যাবে। তবে 10,000mAh পাওয়ার ব্যাঙ্কে ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে না। এই ডিভাইসে আউটপুটের জন্য থাকছে দুটি করে USB Type-A পোর্ট। একটি পোর্টে 5V আর 2.1A আউটপুট অন্য পোর্টে 5.1V আর 2.4A আউটপুট পাওয়া যাবে। পাওয়ার ব্যাঙ্কে কত চার্জ আছে জানার জন্য থাকছে LED।
20,000mAh ক্ষমতার পাওয়ার ব্যাঙ্কটি 10,000mAh ক্ষমতার পাওয়ার ব্যাঙ্কের মতো দেখতে হলেও তুলনায় বেশি চওড়া বেশি ক্ষমতার Redmi পাওয়ার ব্যাঙ্ক। 20,000mAh পাওয়ার ব্যাঙ্কে রয়েছে ফাস্ট চার্জ ইনপুট ও আউটপুট সাপোর্ট। 18W পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করবে এই ডিভাইস।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন