Xiaomi Watch 5 equips the industry’s first EMG electromyography sensor
Photo Credit: Xiaomi
আজ Xiaomi 17 Ultra স্মার্টফোনের পাশাপাশি চীনে Xiaomi Watch 5 এবং Xiaomi Buds 6 লঞ্চ হয়েছে। নতুন স্মার্টওয়াচটি 150 এর বেশি স্পোর্টস মোড নিয়ে এসেছে। জিমে শারীরিক কসরত করার জন্য এতে 3D অ্যানিমেটেড গাইডেন্স পাওয়া যাবে। ওয়ার্কআউটের সময় স্মার্টঘড়িটি রিপ কাউন্ট, ট্রেনিং ভলিউম, এবং ওজনের ডেটা ট্র্যাক করে ও ব্যায়ামের শেষে মাসল হিট ম্যাপ-সহ রিপোর্ট তৈরি করতে সক্ষম। শাওমি eSIM সাপোর্ট ও ECG অ্যানালিসিস সেন্সরও দিয়েছে। অন্য দিকে, ইয়ারবাডসে রয়েছে 24 ক্যারাট গোল্ড প্লেটেড ডায়াফ্রাম। এটি অ্যাডাপ্টিভ নয়েজ ক্যান্সেলেশন সাপোর্ট করে। চলুন Xiaomi Watch 5 ও Xiaomi Buds 6-এর খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
শাওমি ওয়াচ 5 গোল ডায়ালের সঙ্গে এসেছে। এতে 47 মিমি কেস ও 1.54 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। ঘড়িটি 60 হার্টজ রিফ্রেশ রেটে চলে ও 1,500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ঘড়িতে Snapdragon W5 চিপ ও প্রফেশনাল ECG সেন্সর রয়েছে। এটি হার্ট রেট, রক্তে অক্সিজেনের মাত্রা, স্ট্রেস, এবং ঘুম মনিটরিং করে। কিছু অস্বাভাবিক ধরা পড়লে সাথে সাথেই সতর্ক করে।
ঘড়িতে ই-সিম সাপোর্ট থাকায় ফোনের সঙ্গে সংযুক্ত করতে হবে না। অর্থাৎ ফোন ছাড়াই ঘড়ি থেকে কল ও মেসেজ করা যাবে। ঘড়ির মাধ্যমে প্রেশার মাপার সুবিধা রয়েছে। এটি 930mAh ব্যাটারি দ্বারা পরিচালিত যা সাধারণ ব্যবহারে 6 দিন চলবে এবং পাওয়ার সেভিং মোডে 18 দিন টিকবে। এই ঘড়িতে ভাইব্রেশন মোটর, AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট, স্পিকার, মাইক্রোফোন, GPS, 5ATM ওয়াটার রেজিস্টান্স রেটিং আছে। চীনে Xiaomi Watch 5-এর দাম 1,999 ইউয়ান (প্রায় 25,550 টাকা) থেকে শুরু হচ্ছে।
শাওমি বাডস 6 ইউনিক বায়োনিক কার্ভ ডিজাইনের সঙ্গে এসেছে। সহজ কথায়, এটি কানের মুখে হালকা ভাবে বসে এবং কানের ভিতরে পুরোপুরি ঢোকে না। ফলে কানে চাপ কম পড়ে। Harman-এর Golden Ear টিম ইয়ারবাডসের সাউন্ড টিউনিং করেছে, যার কারণে Harman Audio EFX মোড ও Master Mode-এর মতো বিশেষ সাউন্ড মোড পাওয়া যাবে।
এতে রিয়েল টাইম রেকর্ডিং ট্রান্সক্রিপশন, ওয়ান ক্লিক সামারি জেনারেটর, মাল্টি-সিন রেকর্ডিং, IP54 স্তরের জল ও ধুলোরোধী রেটিং, Spatial অডিও, ডুয়াল-ড্রাইভ স্মার্ট কানেকশন, এবং অ্যাডাপ্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচার্স রয়েছে। এটি ফুল চার্জে 6 ঘন্টা চলবে। Xiaomi Buds 6-এর দাম চীনে 699 ইউয়ান (প্রায় 8,900 টাকা) থেকে শুরু হচ্ছে।
প্রসঙ্গত, Xiaomi 15 Ultra ও Xiaomi 17 Ultra Leica Edition আজ চীনে রিলিজ হয়েছে। স্মার্টফোনটির ক্যামেরা মডিউলের চারপাশে একটি ফিজিক্যাল জুম রিং যুক্ত আছে। এটি ডিজিটাল ক্যামেরার মতো হাতে ঘুরিয়ে ছবি কাছে আনা বা দূরে সরানো যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.