ভারতীয় স্মার্টফোনের বিক্রিতে রেকর্ড! তিন নম্বর ত্রৈমাসিকে বিক্রি 46.6 মিলিয়ন: আইডিসি

স্মার্টফোন বাজারে সবথেকে বেশি বিক্রি হয়েছে Redmi 7A ও Redmi Note 7 Pro

ভারতীয় স্মার্টফোনের বিক্রিতে রেকর্ড! তিন নম্বর ত্রৈমাসিকে বিক্রি 46.6 মিলিয়ন: আইডিসি
হাইলাইট
  • ক নম্বরে Xiaomi, তারা 12.6 মিলিয়ন ইউনিট বিক্রি করেছে
  • র্টফোন বাজারে সবথেকে বেশি বিক্রি হয়েছে Redmi 7A ও Redmi Note 7 Pro
  • Vivo-র বৃদ্ধিও 58.7 শতাংশ বেশি
বিজ্ঞাপন

অনলাইন সেল ফেস্টিভ্যাল ও নতুন নতুন মডেল লঞ্চের সুবাদে ভারতের স্মার্টফোন বাজারে রেকর্ড সংখ্যক 46.6 মিলিয়ন স্মার্টফোন বিক্রি হল এবছরের তৃতীয় ত্রৈমাসিকে। যা আগের ত্রৈমাসিকের তুলনায় 26.5 শতাংশ বেশি এবং গত বছরের তুলনায় 9.3 শতাংশ বেশি। সোমবার আন্তর্জাতিক ডেটা কর্পোরেশন বা আইডিসি এই তথ্য জানিয়েছে। আইসডিসির তথ্য অনুযায়ী, এই তালিকায় এক নম্বরে Xiaomi। তারা 12.6 মিলিয়ন ইউনিট বিক্রি করেছে। যা গত বছরের তুলনামূল‌ক হিসেবে 8.5 শতাংশ বেশি। স্মার্টফোন বাজারে সবথেকে বেশি বিক্রি হয়েছে Redmi 7A ও Redmi Note 7 Pro। 
Vivo-র বৃদ্ধিও 58.7 শতাংশ বেশি। তাদের Y series-এর জন্যই তাদের এই বিপুল বিক্রি। এছাড়া নতুন লঞ্চ হওয়া Z/U সিরিজও তাদের মোট বিক্রির 20 শতাংশেরও বেশি। এর ফলে তারাই এই ত্রৈমাসিকে 8.2 শতাংশ বাজার শেয়ার দখল করে তারা তৃতীয় বৃহত্তম অনলাইন বিক্রেতা। 
Realme তালিকায় চার নম্বরে উঠে এসেছে। তাদের C2 মডেল এবং  5 and 3i সিরিজের সৌজন্যেই তাদের এই অগ্রগতি। 
এই ত্রৈমাসিকের মোট অনলাইন‌ শেয়ার ছিল 26.5 শতাংশ, যা গতবারের 16.5 শতাংশের থেকে বহু গুণ বেশি। 
আইডিসি ইন্ডিয়াক ক্লায়েন্ট ডিভাইস শাখার সহকারী রিসার্চ ম্যানেজার উপাসনা যোশী জানিয়েছেন, আকর্ষণীয় ক্যাশব্যাক অফার, ও নো কস্ট ইএমআই বা অন্যান্য ফিনান্সের অপশনের কারণে অনলাগইনে বিক্রি এভাবে দ্রুত বেড়েছে। 
এই তালিকায় পাঁচ নম্বরে Samsung। তারাই কেবল গত বছরের ত্রৈমাসিকের তুলনায় 8.5 শতাংশ পিছিয়ে। 
পুরনো Galaxy A সিরিজের (Galaxy A10, 50 ইত্যাদি) পর নতুন Galaxy A সিরিজের (Galaxy A10s, A50s ইত্যাদি) বিলম্ব এই পিছিয়ে পড়ার কারণ। 
তালিকায় পিছিয়ে পড়েছে Oppo। তারাও পাঁচ নম্বরে। কিন্তু তাদের A5 সবথেকে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় পাঁচ নম্বরে। গত বছরের তুলনায় এই ত্রৈমাসিক হিসেবে তাদের বৃদ্ধি 92.3 শতাংশ। 
অফলাইন ক্রমশই পিছনে যাচ্ছে। এই ত্রৈমাসিকের সঙ্গে গত বছরের হিসেবে 2.6 শতাংশ পিছিয়ে পড়েছে অফ‌লাইনে স্মার্টফোন বিক্রির হিসেব।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2025 সালের শেষে ধামাকা অফার, 16000 টাকা ডিসকাউন্ট Samsung-এর 5G ফোনে
  2. Moto G57 Power-এর দাম লঞ্চের এক দিন আগেই ফাঁস, খুব সস্তায় 7,000mAh ব্যাটারি এবং সুন্দর ক্যামেরা
  3. Realme P4x 5G-এর দাম ও ফিচার্স ফাঁস, 90টি অ্যাপ একসঙ্গে চললেও স্লো হবে না!
  4. Oppo আনছে Sony ক্যামেরা এবং 1.5K রেজোলিউশন ডিসপ্লের দুর্দান্ত স্মার্টফোন
  5. Realme C85 5G-এর দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, সস্তায় 7,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে থাকবে
  6. Lava আনছে প্রিমিয়াম ফিচার্সের বাজেট 5G ফোন, লঞ্চের আগে দেখা গেল IMEI সাইটে
  7. 144Hz স্ক্রিন সহ Poco Pad X1 লঞ্চ হচ্ছে নভেম্বরে, ফিচার্স দেখলে চোখ আটকে যাবে
  8. Nothing Phone 4a ধরা পড়ল BIS সাইটে, ধামাকা নিয়ে ভারতে শীঘ্রই লঞ্চ হতে পারে
  9. Oppo-র প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরা ফোনের সেল শুরু, জিরো ডাউন পেমেন্ট ও নো-কস্ট EMI অফার আছে
  10. iQOO 15 স্মার্টফোনের প্রি-বুকিং শুরু, ফ্রি ইয়ারবাডস ও দুই বছর ওয়ারেন্টি জেতার সুযোগ
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »