কোন মানুষেরই টিভি বা কম্পিউটারে অনুষ্ঠান দেখার সময় বিজ্ঞাপন দেখতে ভালো লাগে না। এবার Netflix এ দুই পর্বের মধ্যে বিজ্ঞাপন দেখানো শুরু হল। আপাতত পরীক্ষামুলকভাবে এই ফিচার চালু করেছে Netflix। তবে নতুন এই ফিচার গ্রাহকদের মনে অসন্তোস সৃষ্টি করেছে।
টেকক্রাঞ্চে এক রিপোর্টে জানানো হয়েছে, গ্রাহক কী ধরনের ভিডিও দেখেন তার উপরে নির্ভর করে প্রত্যেক গ্রাহককে আলাদা ভিডিও প্রোমো দেখাবে Netflix। এর ফলে পরবর্তী পর্বের প্রিভিউ শো দেখা থেকে বঞ্চিত হবেন গ্রাহক। এর ফলে গ্রাহক যে শো দেখছে তার উপরে ভিডিও প্রোমো চলতে শুরু করে দেবে।
এক বিবৃতিতে Netflix জানিয়েছে, “গ্রাহককে সহজে নতুন প্রোগ্রাম খুঁজে দিতে দুই পর্বের মধ্যে নতুন ভিডিও প্রোমো চালাতে শুরু করেছি আমরা।”
কোম্পানি আরও জানিয়েছে, “বছর দুই আগে আমরা টিভিতে ভিডিও প্রিভিউ ব্যবহার শুরু করেছিলাম। এর ফলেই গ্রাহকরা অনেক কম সময়ে পছন্দমতো ভিডিও খুঁজে পেতে শুরু করেন।”
নতুন এই ফিচারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন Netflix গ্রাহকরা। তবে Netflix জানিয়েছেন সারা বিশ্বে আপাতত আল্প কিছু গ্রাহকের সাথে পরীক্ষামূলকভাবে এই ফিচার ব্যবহার করা হচ্ছে।
তবে মাঝে মধ্যেই এই ধরনের নতুন ফিচার পরীক্ষা শুরু করে Netflix। এর মধ্যে বেশিরভার ফিচারই কখনই সামনে আসে না। যেহেতু টাকা দিয়ে Netflix সবস্ক্রিপশান কিনতে হয় তাই গ্রাহকরা সবসময় টাকা বিজ্ঞাপন ছাড়া ভভিডিও দেখার দাবি জানিয়ে আসছেন।
এছাড়াও কোম্পানির ওয়েবসাইট থেকে কমেন্ট করার অপশান তুলে নিয়েছে Netflix। শুধুমাত্র ডেক্সটপ থেকে কোম্পানির ওয়েবসাইটে লগ ইন করলেই এই কমেন্ট ফিচার ব্যবহার করা যেত।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন