New Aadhaar App: অবশেষে চালু নতুন আধার অ্যাপ, কার্ড জেরক্স করার দিন শেষ!

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 10 নভেম্বর 2025 14:35 IST
হাইলাইট
  • নতুন Aadhaar অ্যাপে পরিবারের একাধিক সদস্যের আধার স্টোর করা যাবে
  • এখন QR কোডের মাধ্যমে আধারের তথ্য শেয়ার করতে পারবেন
  • আধার অ্যাপ Android ও iOS উভয় প্ল্যাটফর্মে উপলব্ধ

New Aadhaar App Comes With Enhanced Security and Easy Access

Photo Credit: UIDAI

এবার থেকে আধার কার্ড সারাক্ষণ বয়ে নিয়ে বেড়ানোর ঝামেলা পোহাতে হবে না। কাছে রাখতে হবে না জেরক্স কপিও। কারণ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই (UIDAI) নতুন আধার অ্যাপ (Aadhaar App) লঞ্চ করেছে। অ্যাপটি আপনার মোবাইল ফোনে আধার ডিজিটাল পদ্ধতিতে সুরক্ষিত রাখবে। নয়া আধার অ্যাপের মাধ্যমে এখন QR কোডের মাধ্যমে তথ্য শেয়ার করা যাবে। আবার আপনি তথ্য গোপন রাখতে পারবেন। ফলে গুরুত্বপূর্ণ তথ্য বেহাত হওয়ার ভয় থাকবে না। ইউআইডিএআই বলেছে, নতুন আধার অ্যাপ উন্নত নিরাপত্তা, সহজ অ্যাক্সেস, এবং সম্পূর্ণ কাগজবিহীন অভিজ্ঞতার সুবিধা প্রদান করবে।

নতুন Aadhaar অ্যাপের ফিচার্স

Android ও iOS উভয় প্ল্যাটফর্মে আধার অ্যাপ উপলব্ধ। অর্থাৎ, 5,000 টাকার সাধারণ স্মার্টফোন থেকে শুরু করে 1,50,000 লক্ষ টাকার iPhone ব্যবহারকারীরাও নতুন অ্যাপটি তাদের ডিভাইসে ইন্সটল করতে পারবে। চলুন দেখে নিই এটি কী কী সুবিধা এনেছে।

  • নতুন আধার অ্যাপের মাধ্যমে আপনি নিজের বায়োমেট্রিক তথ্য লক বা আনলক করতে পারবেন।
  • আপনার আধার কোথায় ও কখন ব্যবহার হয়েছে সেটাও দেখতে পারবেন।
  • আধার অ্যাপে পরিবারের একাধিক সদস্যের আধার কার্ড সংরক্ষণ করা যাবে।
  • আপনি অ্যাপের সাহায্যে ডিজিটালভাবে QR কোডের মাধ্যমে তৃতীয় পক্ষকে তথ্য দিতে পারবেন।
  • কোন তথ্য দিতে চান ও কোনটা গোপন রাখতে চান, তা নিয়ন্ত্রণের ক্ষমতা সম্পূর্ণরূপে ব্যবহারকারীর হাতেই তুলে দিয়েছে UIDAI।
  • যদি কোনও কাজে শুধু নাম এবং ছবির প্রয়োজন পড়ে, তাহলে ঠিকানা বা জন্মতারিখ লুকিয়ে রাখতে পারবেন।

নতুন Aadhaar অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন

1. প্রথমেই প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে আধার অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন৷ ভুয়ো অ্যাপ থেকে সাবধান থাকবেন।
2. ইনস্টল হয়ে গেলে প্রয়োজনীয় পারমিশন দিয়ে 12 সংখ্যার আধার নম্বর লিখুন।
3. এরপর টার্মস ও কন্ডিশনস (শর্তাবলী) স্বীকার করে আধারের সঙ্গে যুক্ত নম্বর ভেরিফাই করুন।
4. মনে রাখবেন, যে ফোনে অ্যাপ ইনস্টল করেছেন, সেই ডিভাইসে আধার-লিঙ্ক করা নম্বর সক্রিয় থাকতে হবে।
5. নম্বর ভেরিফিকশন সম্পন্ন করার পর আপনাকে ফেস অথেন্টিকেশন সম্পূর্ণ করতে হবে৷ সহজ কথায়, সেলফি তুলে পরিচয় যাচাই করতে হবে।
6. তারপর অ্যাপের জন্য পিন সেটআপ করতে হবে। এবার আপনি নতুন আধার অ্যাপ ব্যবহার করতে পারবেন।

উল্লেখ্য, নতুন আধার অ্যাপ কিন্তু পুরনো mAadhaar অ্যাপের বিকল্প নয়। নয়া অ্যাপে PVC কার্ড অর্ডার, ভার্চুয়াল আইডি তৈরি, বা ডিজিটাল কার্ড ডাউনলোড করার সুবিধা নেই। এটি মূলত আপনার আধার কার্ড নিরাপদে সংরক্ষণ, দেখানো এবং শেয়ার করার জন্য ডিজাইন করা হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: UIDAI, Aadhaar, App, Android, iOS, India
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X9 চোখ ধাঁধানো ভেলভেট রেড রঙে লঞ্চ হল, 7,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে
  2. Vivo S50 Pro Mini আসছে iPhone Air-এর মতো ডিজাইন নিয়ে, থাকবে হাই-টেক ফিচার্স
  3. Nothing Phone 3 Lite এর সঙ্গে 10,000 টাকার উপহার পাবে ক্রেতারা, চমকে দেওয়া অফার আনল কোম্পানি
  4. Realme C85 5G লঞ্চ হল 15,000 টাকার কমে, রয়েছে 7,000mAh ব্যাটারি ও 18GB পর্যন্ত র‍্যাম
  5. Reliance অবিশ্বাস্য অফার আনল, মাত্র 12,490 টাকায় পাবেন JioBook ল্যাপটপ
  6. 8,300mAh ব্যাটারির সঙ্গে OnePlus Ace 6T ডিসেম্বর 3 লঞ্চ হচ্ছে, থাকছে 165Hz ডিসপ্লে
  7. Realme C85 5G কাল ভারতে আসছে, এত সস্তায় 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারির ফোন বিশ্বাস হবে না
  8. Oppo A6x স্মার্টফোনের দাম ফাঁস, সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হবে
  9. বাজেট ফোন Redmi 15C 5G ডিসেম্বরে ভারতে আসছে, লঞ্চ ডেট ঘোষণা হল, দাম কত হবে জেনে নিন
  10. Xiaomi 17 Ultra দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে বাজারে আসছে, DSLR যুগ কি শেষ?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.