New Aadhaar App Comes With Enhanced Security and Easy Access
Photo Credit: UIDAI
এবার থেকে আধার কার্ড সারাক্ষণ বয়ে নিয়ে বেড়ানোর ঝামেলা পোহাতে হবে না। কাছে রাখতে হবে না জেরক্স কপিও। কারণ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই (UIDAI) নতুন আধার অ্যাপ (Aadhaar App) লঞ্চ করেছে। অ্যাপটি আপনার মোবাইল ফোনে আধার ডিজিটাল পদ্ধতিতে সুরক্ষিত রাখবে। নয়া আধার অ্যাপের মাধ্যমে এখন QR কোডের মাধ্যমে তথ্য শেয়ার করা যাবে। আবার আপনি তথ্য গোপন রাখতে পারবেন। ফলে গুরুত্বপূর্ণ তথ্য বেহাত হওয়ার ভয় থাকবে না। ইউআইডিএআই বলেছে, নতুন আধার অ্যাপ উন্নত নিরাপত্তা, সহজ অ্যাক্সেস, এবং সম্পূর্ণ কাগজবিহীন অভিজ্ঞতার সুবিধা প্রদান করবে।
Android ও iOS উভয় প্ল্যাটফর্মে আধার অ্যাপ উপলব্ধ। অর্থাৎ, 5,000 টাকার সাধারণ স্মার্টফোন থেকে শুরু করে 1,50,000 লক্ষ টাকার iPhone ব্যবহারকারীরাও নতুন অ্যাপটি তাদের ডিভাইসে ইন্সটল করতে পারবে। চলুন দেখে নিই এটি কী কী সুবিধা এনেছে।
1. প্রথমেই প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে আধার অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন৷ ভুয়ো অ্যাপ থেকে সাবধান থাকবেন।
2. ইনস্টল হয়ে গেলে প্রয়োজনীয় পারমিশন দিয়ে 12 সংখ্যার আধার নম্বর লিখুন।
3. এরপর টার্মস ও কন্ডিশনস (শর্তাবলী) স্বীকার করে আধারের সঙ্গে যুক্ত নম্বর ভেরিফাই করুন।
4. মনে রাখবেন, যে ফোনে অ্যাপ ইনস্টল করেছেন, সেই ডিভাইসে আধার-লিঙ্ক করা নম্বর সক্রিয় থাকতে হবে।
5. নম্বর ভেরিফিকশন সম্পন্ন করার পর আপনাকে ফেস অথেন্টিকেশন সম্পূর্ণ করতে হবে৷ সহজ কথায়, সেলফি তুলে পরিচয় যাচাই করতে হবে।
6. তারপর অ্যাপের জন্য পিন সেটআপ করতে হবে। এবার আপনি নতুন আধার অ্যাপ ব্যবহার করতে পারবেন।
উল্লেখ্য, নতুন আধার অ্যাপ কিন্তু পুরনো mAadhaar অ্যাপের বিকল্প নয়। নয়া অ্যাপে PVC কার্ড অর্ডার, ভার্চুয়াল আইডি তৈরি, বা ডিজিটাল কার্ড ডাউনলোড করার সুবিধা নেই। এটি মূলত আপনার আধার কার্ড নিরাপদে সংরক্ষণ, দেখানো এবং শেয়ার করার জন্য ডিজাইন করা হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.