আধার নম্বরের সাথে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে পাওয়া OTP এর মাধ্যমে নতুন PAN নম্বর তৈরী করে নিতে পারবেন গ্রাহকরা। আধার কার্ডে থাকা নাম, বয়স, ঠিকানা ও জন্মদিনের তথ্যই এই পদ্ধতিতে তৈরী PAN এ ব্যবহার হবে।
আধার নম্বরের সাহায্যে এবার নিমেশে নতুন PAN নম্বর পেয়ে যাবেন নাগরিকরা। নতুন এই পরিষেবা চালু করেছে ভারতের আয়কর দপ্তর।
“এই পরিষেবাতে কোন টাকা লাগবে না। বিনামূল্যে নাগরিকরা e-PAN পেয়ে যাবেন। যদিও এই সুবিধা সীমিত সময়ের জন্যই পাওয়া যাবে। আগে এলে আগে পাওয়ার ভিত্তিতে এই সুবিধা দেওয়া হচ্ছে।” বলে জানিয়েছে আয়কর দপ্তর। আয়কর দপ্তরের এক অফিসার বলেন, সম্প্রতি একসাথে অনেক নতুন PAN এর আবেদন আসায় নতুন এই সুবিধা চালু করেছে আয়কর দিপ্তর।
আধার নম্বরের সাথে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে পাওয়া OTP এর মাধ্যমে নতুন PAN নম্বর তৈরী করে নিতে পারবেন গ্রাহকরা। আধার কার্ডে থাকা নাম, বয়স, ঠিকানা ও জন্মদিনের তথ্যই এই পদ্ধতিতে তৈরী PAN এ ব্যবহার হবে।
শুধুমাত্র ব্যক্তগত ব্যবহারের জন্যই নতুন এই e-PAN ব্যবহার করা যাবে। কোন কোম্পানির বা সংস্থার জন্য এই e-PAN তৈরী করা যাবে না বলে জানিয়েছে আয়কর দপ্তর।
OTP এর মাধ্যমে এই পদ্ধতিতে PAN নম্বর তৈরী করলে মুহুর্তে নতুন PAN নম্বর পাওয়া যাবে। যদিও পোস্টে PAN কার্ড নাগরিকের ঠিকানায় পৌঁছাতে কয়েক দিন সময় লেগে যাবে। “আধারের মাধ্যমে জলদি সরকারী সুবিধা ব্যবহারের আরও একটি নতুন নিদর্শন নতুন এই পদ্ধতি।” বলে জানানো হয়েছে। আয়কর দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই সুবিধা ব্যবহার করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Rocket Lab Clears Final Tests for New 'Hungry Hippo' Fairing on Neutron Rocket