চ্যাটজিপিটি এখন আরও স্মার্ট, প্রকাশ হল OpenAI এর সবচেয়ে শক্তিশালী AI মডেল GPT-5

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 8 অগাস্ট 2025 07:05 IST
হাইলাইট
  • OpenAI এর পঞ্চম প্রজন্মের AI মডেল GPT-5
  • এটি GPT-4 এর থেকে আরও উন্নত এবং ক্ষমতাশালী
  • ChatGPT-5 জটিল বিষয় খুব সহজ ভাষায় ব্যাখ্যা করবে

ChatGPT-5 বিনামূল্যে ব্যবহার করা যাবে

Photo Credit: OpenAI

OpenAI অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের পঞ্চম প্রজন্মের AI মডেল ChatGPT-5 প্রকাশ করেছে। এই নতুন সংস্করণের চ্যাটবটের হাত ধরে কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে কার্যত জোয়ার আনল স্যাম অল্টম্যানের সংস্থা। মানুষ ও কৃত্রিম মেধার সীমারেখা আরও একটু কমল। এটি GPT 4 এর থেকে আরও উন্নত এবং ক্ষমতাশালী। একে এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ও সক্ষম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল হিসেবে দাবি করেছে ওপেনএআই। নতুন মডেলটি অন্যান্য চ্যাটবটের তুলনায় দ্রুত, স্মার্ট ও অনেক বেশি কার্যকর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা। GPT-5 ইতিমধ্যেই প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে কৃত্রিম বিশ্লেষণ বুদ্ধিমত্তা সূচকে শীর্ষস্থান দখল করেছে। আর সবথেকে বড় বিষয় হল, এটি বর্তমান মডেলের মতোই বিনামূল্যে ব্যবহার করা যাবে।

ChatGPT-5 একজন PHD স্তরের বিশেষজ্ঞের সমান

স্যাম অল্টম্যান জিপিটি-5 মডেলের উন্নত কর্মক্ষমতা তুলে ধরে একে আরও বুদ্ধিমান, দ্রুত এবং ভুলচুক করার সম্ভাবনা কম বলে বর্ণনা করেছেন। তিনি চ্যাটজিপিটির পুরনো এআই মডেলগুলির সাথে তুলনা করে বলেন, “জিপিটি-3 একরকম হাই স্কুলের পড়ুয়ার সাথে কথা বলার মতো মনে হয়।” যেখানে “জিপিটি-4 মনে হয়েছিল যেন আপনি একজন কলেজ ছাত্রের সাথে কথাবার্তা বলছেন।” অল্টম্যানের দাবি, জিপিটি-5 একজন পিএইচডি স্তরের বিশেষজ্ঞের সাথে কথা বলার মতো অভিজ্ঞতা প্রদান করে।

ChatGPT-5 কী কী কাজ করতে পারে

চ্যাটজিপিটি-5 কী কী কাজ করতে পারে তার থেকেও বড় প্রশ্ন কোন জিনিসের জ্ঞান এর নগদর্পণে নেই। মডেলটির আগমন কৃত্রিম মেধার আঙিনায় এক যুগান্তকারী মুহূর্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এটি বড় নামী সংস্থা থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজকর্ম আরও সহজ করে তুলবে। চ্যাটজিপিটির নতুন মডেল মানুষের মতোই ভাবনাচিন্তা করবে সক্ষম বলে জানা গিয়েছে। যুক্তি ও বিচারশক্তির ক্ষমতাও নতুন উচ্চতায় পৌঁছেছে। এটির আরেকটি গুণ হচ্ছে অহেতুক তথ্য তৈরি বা হ্যালুসিনেশন করা থেকে বিরত থাকা। 

শুধু একটিমাত্র প্রম্পট থেকে কয়েক সেকেন্ডে সম্পূর্ণ কার্যকরী অ্যাপ বা সফটওয়্যার বানানো চ্যাটজিপিটির নতুন ভার্সনের বা হাতের খেল। এছাড়া, জটিল কাজ পরিচালনা করা, আইন, চিকিৎসা এবং গণিতের মতো বিষয়গুলিতে গভীর প্রশ্নের উত্তর দেওয়া ও এমনকি কোনও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো বাস্তব-জগতের কার্যকলাপেও সহায়তা করবে জিপিটি-5। এটি এখন লেখালিখির ক্ষেত্রেও আগের সেই কৃত্রিমতা কাটিয়ে অনেক বেশি স্বাভাবিক। লেখা পড়লে অনেকটা প্রকৃত মানুষের মতো শোনায়।

নতুন এআই মডেলটি প্রশ্নের জটিলতার উপর ভিত্তি করে কিছুটা ভেবে বা দ্রুত উত্তর দেবে। সহজ প্রশ্নে চটজলদি উত্তর এবং জটিল প্রশ্নে ঠিক মানব মস্তিস্কের অনুকরণে কয়েক সেকেন্ড ভেবেচিন্তে। আবার আপনি লক্ষণ লিখলে নির্ভুলতার সাথে রোগ নির্ণয়ে সক্ষম বলেও দাবি করেছে ওপেনএআই। জটিল বিষয়গুলিকে খুব সহজ ভাষায় ব্যাখ্যা করতে পারে। এক কথায়, আপনি যা লিখছেন, যেটি বানাচ্ছেন, যে সব কোড করছেন, যা যা শিখছেন, বা স্রেফ কৌতুহলের বশে যে বিষয়ে জানতে চাইছেন — এই সবকিছুতেই একজন অভিজ্ঞ ও জ্ঞানী ব্যক্তির মতো আপনার পাশে থেকে সাহায্য করবে জিপিটি-5।

GPT-5 কিভাবে অ্যাক্সেস করবেন?

অ্যাক্সেসের জন্য আপনাকে কিছু করতে হবে না। সাইন ইন করার সময় যখনই চ্যাটজিপিটি খুলবেন, তখন আপনি যে মডেলটি ব্যবহার করবেন সেটাই হল GPT-5। এটি GPT-4o, OpenAI o3, OpenAI o4-Mini, GPT-4.1 এবং GPT-4.5 মডেলগুলির জায়গা নেবে। আপনাকে শুধু প্রম্পট লিখতে হবে এবং বাকিটা নতুন এআই মডেল বুঝে নেবে।

GPT-5 কি বিনামূল্যে ব্যবহার করা যাবে?

GPT-5 প্লাস, প্রো, টিম ও ফ্রি সকল ব্যবহারকারীর জন্য উপলব্ধ থাকবে। অর্থাৎ আপনি যদি ChatGPT এর ফ্রি ভার্সন ব্যবহার করেন, তাহলেও GPT-5 অ্যাক্সেস করতে পারবেন। তবে ব্যবহারের একটি সীমায় পৌঁছে গেলে, চ্যাটজিপিটি স্বয়ংক্রিয়ভাবে GPT-5 এর Mini সংস্করণে ফিরে যাবে, যা একটি ছোট কিন্তু বেশ সক্ষম মডেল। রোলআউট গতকাল থেকে শুরু হয়েছে। তবে ফ্রি ভার্সন ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ যুক্তি ও বিচারশক্তির ক্ষমতা উপলব্ধ হতে কয়েক দিন সময় লাগতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OpenAI, GPT 5, ChatGPT, AI, Artificial Intelligence
Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi 15 5G ফোনের সেল শুরু, 15,000 টাকার মধ্যে 7,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে
  2. ভারতে লঞ্চের আগেই Relme 15T এর দাম ফাঁস, থাকবে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  3. আজ থেকেই WhatsApp বিনা ইন্টারনেটে চলবে! যুগান্তকারী ফিচার এল এই ফোনে
  4. iPhone 17 সিরিজের আগেই বিরাট চমক, Samsung-এর নতুন প্ল্যানে চাপে Apple
  5. লঞ্চের আগেই Oppo F31 সিরিজের তিনটি ফোনের ছবি ফাঁস হল, 7,000mAh ব্যাটারি থাকবে
  6. বিশ্বের প্রথম AC যুক্ত স্মার্টফোন এনে চমকে দিল Realme, চালালেই বেরোবে ঠান্ডা হাওয়া
  7. Samsung Galaxy M07 মাত্র 8,000 টাকায় লঞ্চ হতে পারে, 6 বছর ধরে পাবেন Android আপডেট
  8. Xiaomi HyperOS 3: ফোন চলবে মাখনের মতো, আগামীকাল নতুন আপডেট আনছে শাওমি
  9. Realme আনল 15,000mAh ব্যাটারির অবিশ্বাস্য ফোন, এক চার্জে চলবে 5 দিন
  10. 5,000 টাকা ছাড় 7,000mAh ব্যাটারি ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Realme 5G ফোনে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.