ChatGPT Plus comes with Sora-powered AI video generation model
Photo Credit: Unsplash.com/solen Feyissa
ChatGPT Go সাবস্ক্রিপশন আগেই পুরো এক বছরের জন্য বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেছিল OpenAI। এবার আরও একটি বড় চমক নিয়ে হাজির হল মার্কিন সংস্থাটি। ChatGPT Plus প্ল্যানে এক মাসের জন্য ফ্রি ট্রায়াল অফার করছে তারা। ভারতীয় ব্যবহারকারীরাও এই সুযোগের ফায়দা নিতে পারবেন। এটি চ্যাটজিপিটির প্রধান সাবস্ক্রিপশন প্যাকেজের অংশ, যা বিনামূল্যের বেসিক সংস্করণ ও Go প্ল্যানের তুলনায় গুচ্ছের সুবিধা প্রধান করে। এই প্ল্যান নিতে গেলে প্রতি মাসে সাধারণত 1,999 টাকা খরচ করতে হয়। কিন্তু লিমিটেড পিরিয়ড অফারে 30 দিনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে।
চ্যাটজিপিটি প্লাস প্ল্যানের ফ্রি ট্রায়াল সম্পর্কে প্রথম সন্ধান দিয়েছেন AIRPM-এর লিড ইঞ্জিনিয়ার টিবর ব্ল্যাহো। তিনি X প্ল্যাটফর্মে একটি স্ক্রিনশট পোস্ট করে অফারটি প্রকাশ্যে এনেছেন। গ্যাজেটস 360 নিশ্চিত করতে পারছে যে, বিনামূল্যে ব্যবহার করার অফার ভারতীয় ইউজারদের জন্যও চালু হয়েছে। অফার দেখাচ্ছে কিনা, তা আপনি সরাসরি চ্যাটজিপিটি অ্যাকাউন্টে গিয়ে চেক করে নিতে পারেন।
উল্লেখযোগ্য বিষয় হল, চ্যাটজিপিটি প্লাস প্ল্যানের ফ্রি ট্রায়াল কেবলমাত্র নতুন ইউজারদের জন্য চালু হয়নি। যারা ইতিমধ্যেই 12 মাস বিনামূল্যে গো সাবস্ক্রিপশন পেয়েছেন, তারাও প্লাসের ফ্রি ট্রায়াল নিতে পারবেন। কিন্তু মনে রাখবেন, ট্রায়াল শেষ হওয়ার পর কিন্তু গো প্ল্যান স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। অর্থাৎ, চ্যাটজিপিটির ফ্রি বেসিক ভার্সনে ফিরে যেতে হবে।
এছাড়াও, ChatGPT Plus প্ল্যানের ফ্রি ট্রায়ালের জন্য ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, কিংবা UPI ডিটেলস দিতে হবে। ফলে অটোপে চালু হওয়ার কারণে এক মাসের আগে সাবস্ক্রিপশন বাতিল না করলে প্রায় 2,000 টাকা কেটে নেওয়া হবে। জানিয়ে রাখি, প্লাস সাবস্ক্রিপশন চ্যাটজিপিটির অত্যাধুনিক রিজনিং মডেলের বর্ধিত অ্যাক্সেস, বেশি মেসেজ ও আপলোড, দ্রুত AI ইমেজ জেনারেশন, ডিপ রিসার্চ, এজেন্ট মোড-সহ একঝাঁক সুবিধা প্রদান করে।
এছাড়াও, প্লাস ব্যবহারকারীরা কোড লেখা ও কোডিং করার সময় সহায়তার জন্য কোডেক্স এজেন্ট ব্যবহার করতে পারেন। এর সাথে সোরা AI ভিডিও জেনারেশন মডেলের অ্যাক্সেস পাওয়া যায়, যা ফ্রি এবং গো প্ল্যানে উপলব্ধ নেই। প্রসঙ্গত, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিজ্ঞাপন চালু করার চিন্তাভাবনা করছে চ্যাটজিপিটি।
প্রথমে পরীক্ষামূলকভাবে আমেরিকান ইউজারদের চ্যাটে অ্যাড দেখাবে ওপেনএআই। প্লাস ও প্রো সাবস্ক্রিপশন থাকলে বিজ্ঞাপন আসবে না। অন্য দিকে, চলতি বছরের শেষে নিজেদের প্রথম হার্ডওয়্যার ডিভাইস প্রকাশ্যে আনতে পারে স্যাম অল্টম্যানের সংস্থা। এটি একটি AI ইয়ারবাডস হতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.