ইতিমধ্যেই PUBG Mobile 0.10.5 বিটা আপডেট পৌঁছে গিয়েছে
PUBG Mobile 0.10.5 আপডেটের হাত ধরে PUBG Mobile এ পৌঁছাবে জম্বি মোড। জম্বি মোডের জন্য PUBG Mobile এ যোগ হতে চলেছে নতুন ম্যাপ। গেমে অন্য যে কোন ম্যাপের তুলনায় আকারে অনেকটাই ছোট নতুন জম্বি ম্যাপ। এখন বিটা মোডে রয়েছে এই ফিচার। গেমের মধ্যে কোন ভাবেই জম্বি মারা সম্ভব না। সম্প্রতি এক ইউটিউবার নতুন জম্বি ম্যাপেভিডিও প্রকাশ করেছেন।
আরও পড়ুন: মাউসের ভিতরেই আস্ত কম্পিউটার! অবাক গ্যাজেট নিয়ে কৌতুহল চরমে
জম্বি মোড ছাড়াও PUBG Mobile 0.10.5 আপডেটে থাকছে একাধিক কসমেটিক চেঞ্জ। আসছে নতুন চুলের স্টাইল, আর জামা কাপড়। জম্বিদের কথা মাথায় রেখেই নতুন জামা কাপড় যোগ হচ্ছে গেমে।
আরও পড়ুন: কমেছে স্পিড, তাও এক নম্বরে Jio
অন্য যে কোন ম্যাপের তুলনায় আকারে অনেকটাই ছোট নতুন জম্বি ম্যাপ
আরও পড়ুন: মধ্যবিত্তের নাগালে আনতে সস্তা হচ্ছে iPhone
18 থেকে 20 জানুয়ারির মধ্যে নতুন PUBG Mobile 0.10.5 আপডেট পৌঁছাবে। যোগ হবে নতুন MK 47 Mutant রাইফেল, বন্দুকের লেজার সাইট আর নতুন রিক্সা।
PUBG Mobile 0.10.5 আপডেট
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন