টানা ছয় ঘন্টা PUBG Mobile খেলে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হল 16 বছরের এক কিশোরের। শুক্রবার মধ্য প্রদেশে এই ঘটনা ঘটেছে।
টানা ছয় ঘন্টা PUBG Mobile খেলে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হল 16 বছরের এক কিশোরের। শুক্রবার মধ্য প্রদেশে এই ঘটনা ঘটেছে। দ্বাদশ শ্রেণীর ছাত্র ফুরকান কুরেশি মধ্যপ্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে এসেছিলেন। কুরেশি পরিবার রাজস্থানের নাসিরাবাদের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে কোন মৃত্যুর অভিযোগ জমা পরেনি। ফুরকানের বাবা জানিয়েছেন, PUBG Mobile খেলার সময় ছেলে “বোম মারো, বোম মারো” বলে চিৎকার করছিল।
ফুরকানের বাবা জানিয়েছেন, “ছেলে PUBG Mobile প্রতি এতটাই নেশাগ্রস্থ হয়ে পরেছিল যে শনিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত একটানা এই গেম খেলেছিল সে।”
“মাঝে মাত্র কয়েক ঘন্টা ঘুমিয়ে প্রাতরাশ সেরেই আবার টানা ছয় ঘন্টা গেম খেলেছিল ফুকরান।”
গেম খেলতে খেলতে অচৈতন্য হয়ে পরার পরে তাকে জলদি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ডঃ অশোক জৈন জানিয়েছেন, “আমি নার্সিং হোমে ওকে দেখেছি। কোন সারা দিচ্ছিল না। হৃৎপিন্ড থেমে গিয়েছিল। আমি অনেক চেষ্টা করলেও তাকে বাঁচাতে পারিনি।”
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Best Laser Printers with Scanners That You Can Buy in India Right Now
iPhone 18 Pro, iPhone 18 Pro Max to Feature Centre-Aligned Selfie Camera Housed Inside Smaller Dynamic Island, Tipster Claims