এই মুহুর্তে গটা বিশ্বের অন্যতম জনপ্রিয় গেম PUBG। বিশেষ করে এশিয়ায় এই গেমের জনপ্রিয়তা আকাশছোঁয়া। কোম্পানির মোট আয়ের 53 শতাংশ এসেছে এশিয়া মহাদেশ থেকে।
Playerunknown's Battlegrounds (PUBG) এর ডেভেলপার PUBG Corp 2018 সালে মোট 920 মিলিয়ান মার্কিন ডলার (প্রায় 6,362 কোটি টাকা) রোজগার করেছে। PUBG Corp এর লাভের পরিমান 310 মিলিয়ান মার্কিন ডলার (প্রায় 2,143 কোটি টাকা)। কম্পিউটারের জন্য প্রথম লঞ্চ হয়েছিল PUBG। তাই সেখান থেকেই লাভের বড় অংশ এসেছে। Playerunknown's Battlegrounds (PUBG) একটি ব্যাটেল রয়্যাল গেম যেখানে 100 জন খেলোয়াড় একটি দ্বীপের মধ্যে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করেন। যিনি শেষ পর্যন্ত বেঁচে থাকবেন তিনিই বিজয়ী।
2019 সালে কম্পিউটারের জন্য PUBG থেকে কোম্পানির রোজগারের পরিমান 790 মিলিয়ান মার্কিন ডলার (প্রায় 5,463 কোটি টাকা)। মোবাইল ভার্সান থেকে 2019 সালে PUBG 65 মিলিয়ান মার্কিন ডলার (প্রায় 450 কোটি টাকা) রোজগার করেছে।
এই মুহুর্তে গোটা বিশ্বের অন্যতম জনপ্রিয় গেম PUBG। বিশেষ করে এশিয়ায় এই গেমের জনপ্রিয়তা আকাশছোঁয়া। কোম্পানির মোট আয়ের 53 শতাংশ এসেছে এশিয়া মহাদেশ থেকে। এছাড়াও ইউরোপ, উত্তর আমেরিকা থেকেও বিশাল লাভ করেছে এই গেম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Take-Two CEO Says AI Won't Be 'Very Good' at Making a Game Like Grand Theft Auto