Twitter অ্যাপে নতুন রিভার্স-ক্রনোলজিকাল টাইমলাইন ফিচার যোগ হল। এবার Android অ্যাপে এই ফিচার যোগ হয়েছে। এতদিন শুধুমাত্র iOS এ এই ফিচার ব্যবহার করা যেত।
আরও পড়ুন: চাপের মুখে Jio! দিনে 3GB -র বেশি ডেটা দিচ্ছে BSNL
নতুন ফিচারে Android ফোনে Twitter অ্যাপে সেরা টুইট ও সময় অনুযায়ী পরপর টুইট দেখতে পাবেন গ্রাহক। বুধবার Android এর নতুন এই ফিচার ঘোষণা করেছে মাইক্রো ব্লগিং ওয়েবসাইটটি।
আরও পড়ুন: নিখুঁত ফিটনেস ট্যাকিং এ অদ্বিতীয় নতুন স্মার্ট স্নিকার
সম্প্রতি অ্যালগোরিদম অনুযায়ী টাইমলাইন দেখাত Twitter। এর ফলে কোন নিয়ম ছাড়াই টুইট দেখা যেত। সাম্প্রতিক টুইট আগে দেখার কোন অপশান ছিল না Twitter অ্যাপে।
আরও পড়ুন: মধ্যবিত্তের নাগালে আনতে সস্তা হচ্ছে iPhone
টুইটারে আপডেটের থাকতে কাজে লাগবে নতুন এই ফিচার। নতুন ফিচারে সাম্প্রতিক টুইট সবার উপরে দেখা যাবে। ডিসেম্বর মাসে iOS এ এই ফিচার নিয়ে এসেছিল Twitter। এবার Android ফোনেও একই ফিচার পাঠালো কোম্পানি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.