iOS 26 সফটওয়্যারের মূল আকর্ষণ লিকুইড গ্লাস UI
Photo Credit: Apple
Apple জুনে ওয়ার্ল্ড ওয়াইড ডেভলপার্স কনফারেন্সে (WWDC) নতুন iOS 26 অপারেটিং সিস্টেম ঘোষণা করেছিল। একে iOS 7 ভার্সনের পর সংস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ মোবাইল OS আপগ্রেড হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। বিগত ক'সপ্তাহ ধরে ডেভেলপার এবং পাবলিক বিটা আপডেট প্রকাশ করার পর, অবশেষে আজ, সেপ্টেম্বর 15, সোমবার থেকে বিশ্বজুড়ে iPhone ব্যবহারকারীদের জন্য মুক্তি পাচ্ছে অ্যাপলের মোবাইল অপারেটিং সিস্টেমের নয়া সংস্করণ। iPhone 17 সিরিজ প্রথম ফোন হবে যা আগে থেকেই iOS 26 সফটওয়্যারে চলবে। কিন্তু সেপ্টেম্বর 19-এর আগে iPhone 17 সিরিজের কোনও মডেলই বাজারে পাওয়া যাবে না। তাই পুরনো আইফোন মডেল (সমর্থিত) ব্যবহারকারীরা এখনই iOS 26 ব্যবহার করে দেখতে পারবেন।
iPhone SE (2022 ও তার পরবর্তী) এবং iPhone 11 থেকে শুরু করে iPhone 16 পর্যন্ত ব্যবহারকারীদের iOS 26 ইনস্টল করতে প্রথমেই আইফোনের সেটিংস খুলতে হবে। এবার জেনারেল ট্যাবে গিয়ে সফটওয়্যার আপডেট অপশন খুঁজতে হবে। কোনও আপডেট এসেছে কিনা সেটা আইফোন স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষা করবে। তারপর ডাউনলোড ও ইনস্টল অপশন আলতো চাপতে হবে। আমরা প্রায় শেষ ধাপে পৌঁছে গিয়েছি৷ এবার টার্মস ও কন্ডিশন বা শর্তাবলী পড়ে সম্মতি প্রদান করতে হবে। ব্যাস, এরপর iOS 26 আপনার আইফোনে ডাউনলোড এবং ইনস্টল হয়ে যাবে।
iPhone SE (2022 ও পরবর্তী মডেল)
iPhone 11, 11 Pro, 11 Pro Max
iPhone 12, 12 Mini, 12 Pro, 12 Pro Max
Phone 13, 13 Mini, 13 Pro, 13 Pro Max
iPhone 14, 14 Plus, 14 Pro, 14 Pro Max
iPhone 15, 15 Plus, 15 Pro, 15 Pro Max
iPhone 16, 16 Plus, 16 Pro, 16 Pro Max, 16e
তালিকা দেখে নিশ্চয় বুঝতে পারছেন, 2019 সাল থেকে প্রকাশিত সমস্ত আইফোনে মডেলে iOS 26 ভার্সনের স্টেবেল আপডেট দেওয়া হচ্ছে। সেপ্টেম্বর 19 থেকে বিক্রি হতে চলা iPhone 17 সিরিজ ও iPhone Air প্রথম ফোন হবে, যেখানে এটি আগে থেকেই ইনস্টল করা থাকবে। তবে মনে রাখবেন, অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার্স কেবল iPhone 15 Pro সিরিজ, iPhone 16 সিরিজ, iPhone 17 সিরিজ, ও iPhone Air মডেলে সীমাবদ্ধ থাকবে।
আইওএস 26 অপারেটিং সিস্টেমের হাইলাইট লিকুইড গ্লাস ডিজাইন ল্যাঙ্গুয়েজ। এটি আইফোনে স্বচ্ছ, কাচের মতো ইন্টারফেস তৈরি করে। কল স্ক্রিনিং ফিচার অপরিচিত কলারের পরিচিতি বার করে ও স্ক্রিনিংয়ের জন্য লাইভ ট্রান্সক্রিপ্ট প্রদান করে। গ্রুপ মেসেজিং ফাংশন ও লাইভ ট্রান্সলেশন ফিচারও উন্নীত হয়েছে। অ্যাপল ক্যামেরা অ্যাপের ইন্টারফেস নতুনভাবে সাজিয়েছে। এখন এর লেআউট আরও সুন্দর হয়েছে। পাশাপাশি, বিভিন্ন শুটিং মোডের মধ্যে সহজে সুইচ করা যাবে, ফলে ছবি বা ভিডিও তোলার সময় মোড পরিবর্তন করতে অনেক সুবিধা হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.