Flipkart Big Billion Days সেলে তিন বছর আগের iPhone 14 পাওয়া যাবে 40,000 টাকারও কম দামে।
Photo Credit: Apple
iPhone 14 লঞ্চের সময় দাম ছিল 79,900 টাকা
Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হতে আর দুই সপ্তাহও বাকি নেই। চলতি বছরের অন্যতম বড় এই অনলাইন সেলে কোন পণ্য কতটা ডিসকাউন্টে পাওয়া যাবে, তা প্রতিদিন ধাপে ধাপে প্রকাশ করছে ই-কমার্স সংস্থাটি। ফ্লিপকার্টের মেগা সেলে অবিশ্বাস্য দামে বিক্রি হবে আইফোনের বিভিন্ন মডেল। তিন বছর আগের iPhone 14 পাওয়া যাবে 40,000 টাকারও কম দামে। শুনতে অবাক লাগছে ঠিকই, কিন্তু আমরা বিন্দুমাত্র ভুল বলছি না। কোম্পানির তরফে আনুষ্ঠানিকভাবে অফারটি নিশ্চিত করা হয়েছে। এমনকি, 50,000 টাকারও বেশি ছাড়ে মিলবে গত বছরের iPhone 16 Pro সিরিজ।
সংস্থাটি তাদের মোবাইল অ্যাপ আপডেট করেছে, যেখানে আসন্ন Flipkart Big Billion Days Sale 2025-এর সময় ভারতে iPhone 14 কতটা কম দামে পাওয়া যাবে, সেটা প্রকাশ করা হয়েছে। আগ্রহী ক্রেতারা ব্যাংক ডিসকাউন্ট অর্ন্তভুক্ত করে iPhone 14 মাত্র 39,999 টাকায় কিনতে পারবেন। উল্লেখ্য, 2022 সালের সেপ্টেম্বরে 128 জিবি স্টোরেজ সহ মডেলটির বেস ভেরিয়েন্ট 79,990 টাকায় ভারতে এসেছিল। অর্থাৎ, ফেস্টিভ সেলে দাম প্রায় অর্ধেকে নেমে আসছে।
বর্তমানে iPhone 14 ফ্লিপকার্টে 52,990 টাকায় পাওয়া যাচ্ছে। এটি নীল, মিডনাইট, বেগুনি, স্টারলাইট, ও লাল রঙে উপলব্ধ। আইফোনের এই মডেলে 6.1 ইঞ্চি সুপার রেটিনা OLED ডিসপ্লে, সেরামিক শিল্ড গ্লাস, Apple A15 Bionic প্রসেসর, 12 মেগাপিক্সেল + 12 মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা, 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, IP68 জলরোধী রেটিং, ও 3,279 এমএএইচ ব্যাটারি রয়েছে।
প্রসঙ্গত,ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেলে iPhone 16 Pro Max পাওয়া যাবে 69,999 টাকায়। অন্য দিকে, iPhone 16 Pro Max কিনতে পারবেন 89,900 টাকায়। এর আগে প্রো মডেলগুলির দাম এত পরিমাণে কমেনি। এটি বেস স্টোরেজ ভেরিয়েন্টের দাম বলে অনুমান করা হচ্ছে। এই দামের মধ্যে সমস্ত অফার এবং ডিসকাউন্ট অর্ন্তভুক্ত আছে। লঞ্চের সময় যে দাম ছিল তার ভিত্তিতে হিসেব করলে, ফোন দু'টির উপর ফ্ল্যাট ডিসকাউন্ট প্রায় যথাক্রমে 50,000 টাকা ও 55,000 টাকা।
এদিকে, ফ্লিপকার্টের সেলে গত বছরের iPhone 16 মডেলটিও আকর্ষণীয় ছাড়ে বিক্রি হবে। এটি 51,999 টাকায় কিনতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হল, এই দামে কোনও ব্যাঙ্ক অফার অর্ন্তভুক্ত নেই। অর্থাৎ, ক্রেডিট বা ডেবিট কার্ডে আলাদা করে ডিসকাউন্ট পাওয়া যাবে। এর ফলে সাশ্রয় হবে বেশি। বর্তমানে, 128 জিবি অনবোর্ড স্টোরেজ সহ ফোনটির বেস মডেল ফ্লিপকার্টে 74,900 টাকায় লিস্টেড আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন