Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে 50,000 টাকা ছাড়ে iPhone 16 Pro কেনার সুযোগ।
Photo Credit: Apple
iPhone 16 Pro Max ভারতে 1,44,900 টাকায় লঞ্চ হয়েছিল
Flipkart-এর বিগ বিলিয়ন ডেজ সেল সেপ্টেম্বর 23 থেকে শুরু হচ্ছে। মেগা সেলে কোন পণ্যে কতটা ছাড় পাওয়া যাবে, তা প্রতিদিন ধাপে ধাপে প্রকাশ করছ ই-কমার্স সংস্থাটি। iPhone 17 সিরিজ লঞ্চের পরপরই পুরনো আইফোন মডেলগুলির দাম একলাফে কমেছে। কিন্তু ফ্লিপকার্টের সেলে গত বছরের iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max যে দামে বিক্রির কথা ঘোষণা হয়েছে, তাতে সকলের চোখ কপালে উঠতে বাধ্য। ফ্লিপকার্ট জানিয়েছে, iPhone 16 Pro Max বিগ বিলিয়ন ডেজ সেলে 70,000 টাকার কমে পাওয়া যাবে। অন্য দিকে, iPhone 16 Pro Max পাওয়া যাবে 90,000 টাকার মধ্যে। সম্ভবত আইফোনের ইতিহাসে প্রথমবার প্রো মডেলটি এত সস্তায় পাবে ক্রেতারা।
ফ্লিপকার্ট তাদের আসন্ন বিগ বিলিয়ন ডেজ সেল 2025 ইভেন্টে গত বছরের iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max কত দামে পাওয়া যাবে, তা ঘোষণা করেছে। সেল চলাকালীন, গ্রাহকরা iPhone 16 Pro ও iPhone 16 Pro Max যথাক্রমে 69,999 টাকা ও 89,999 টাকায় কিনতে পারবেন। এটি বেস স্টোরেজ ভেরিয়েন্টের দাম বলে অনুমান করা হচ্ছে। মনে রাখবেন, এই দামের মধ্যে সমস্ত অফার ও ক্রেডিট কার্ডে অতিরিক্ত 5,000 টাকা ডিসকাউন্ট অর্ন্তভুক্ত আছে।
iPhone 16 Pro ও iPhone 16 Pro Max-এর ক্ষেত্রে ফ্ল্যাট ডিসকাউন্টের অঙ্ক যথাক্রমে 50,000 টাকা ও প্রায় 55,000 টাকা। জানিয়ে রাখি, লঞ্চের সময় iPhone 16 Pro এর দাম 1,19,900 টাকা (128 জিবি স্টোরেজ) থেকে শুরু হয়েছিল। অন্যদিকে, 256 জিবি, 512 জিবি, এবং টপ-এন্ড 1 টিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 1,29,990 টাকা, 1,49,900 টাকা এবং 1,69,900 টাকা রাখা হয়েছিল। এটি ডেজার্ট টাইটানিয়াম, ন্যাচারাল টাইটানিয়াম, ব্ল্যাক টাইটানিয়াম, হোয়াইট টাইটানিয়াম কালার অপশনে উপলব্ধ।
অন্য দিকে, লঞ্চের সময় iPhone 16 Pro Max এর বেস 256 জিবি মডেলটির দাম 1,44,900 টাকা রেখেছিল Apple। আর 512 জিবি এবং 1 টিবি স্টোরেজের মূল্য যথাক্রমে 1,64,900 টাকা এবং 1,84,900 টাকা ধার্য করা হয়েছিল। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন ব্ল্যাক টাইটানিয়াম, ডেজার্ট টাইটানিয়াম, ন্যাচারাল টাইটানিয়াম, ও হোয়াইট টাইটানিয়াম রঙে পাওয়া যায়।
বর্তমানে iPhone 16 Pro মডেলটির বেস 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট ফ্লিপকার্টে 1,12,900 টাকায় পাওয়া যাচ্ছে, যেখানে iPhone 16 Pro Max ই-কমার্স সাইটে 1,37,900 টাকায় লিস্টেড। প্রসঙ্গত, Apple মঙ্গলবার iPhone 17 Pro ও iPhone 17 Pro Max ভারতে যথাক্রমে 1,34,900 টাকা ও 1,49,900 টাকায় লঞ্চ করেছে। এটি 256 জিবি স্টোরেজের বেস ভেরিয়েন্টের দাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন