Vivo Y31 সিরিজের অধীনে Vivo Y31 5G এবং Vivo Y31 Pro 5G ভারতে লঞ্চ হয়েছে।
Photo Credit: Vivo
Vivo Y31 5G এবং Vivo Y31 Pro 5G ডুয়াল ক্যামেরা অফার করে
Vivo Y31 সিরিজ সোমবার ভারতে লঞ্চ হল। এই। এই নতুন সিরিজের অধীনে Vivo Y31 5G এবং Vivo Y31 Pro 5G এ দেশে এসেছে। বেস মডেলটি 15,000 টাকারও কম দামে বাজারে এনেছে সংস্থা। পাওয়ার, পারফরম্যান্স, ও ডিউরাবিলিটির সমন্বয়ে ফোনগুলি তৈরি হয়েছে বলে দাবি করছে তারা। Vivo Y31 5G এবং Vivo Y31 Pro 5G উভয়ই IP68 ও IP69 রেটিং সহ এসেছে। এটি জল এবং ধুলো থেকে সর্বোচ্চ স্তরের সুরক্ষা প্রদান করে। এছাড়াও, দুই ফোনেই 44W ফাস্ট চার্জিং সহ 6,000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল ইমেজিং সিস্টেম, শক্তিশালী প্রসেসর, ও ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে।
Vivo Y31 5G ভারতে 14,999 টাকায় লঞ্চ হয়েছে যা 4 জিবি র্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজের দাম। 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম 16,499 টাকা রাখা হয়েছে। ফোনটি রোজ রেড এবং ডায়মন্ড গ্রীন কালার অপশনে উপলব্ধ। অন্য দিকে,Vivo Y31 Pro 5G এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের মূল্য যথাক্রমে 18,999 টাকা এবং 20,,999 টাকা। এটি ব্রাউন ও হোয়াইট কালার অপশনে কেনা যাবে।
ইতিমধ্যেই ই-কমার্স প্ল্যাটফর্ম, Vivo-এর অনলাইন স্টোর ও খুচরা আউটলেটের মাধ্যমে ওপ্পোর নতুন হ্যান্ডসেট দু'টির বিক্রি শুরু হয়েছে। ক্রেতারা 1,500 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট ও নো-কস্ট EMI অপশনে Vivo Y31 সিরিজের যে কোনও মডেল নিতে পারবে।
Vivo Y31 5G স্মার্টফোনে 6.68 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,000 নিট পিক ব্রাইটনেস, 720x1,680 পিক্সেল রেজোলিউশন, ও 264 পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। ফোনটিতে 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত অক্টা-কোর Snapdragon 4 জেন 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে। চিপে দু'টি 2.2 গিগাহার্টজ ক্লক স্পিডের পারফরম্যান্স কোর ও ছয়টি 1.95 গিগাহার্টজের এফিশিয়েন্সি কোর রয়েছে। এটি 6 জিবি LPDDR4X র্যাম এবং 128 জিবি পর্যন্ত eMMC অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত।
ভিভো ওয়াই31 5G এর স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 2 টিবি পর্যন্ত বাড়ানো যাবে। ছবি ও ভিডিয়ো তোলার জন্য ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। এটি f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 0.08 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও কল করার জন্য, 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। এটি Android 15 নির্ভর FuntouOS 15 সফটওয়্যারে চলে। হ্যান্ডসেটটিতে 44W ফাস্ট চার্জিং সহ 6,500mAh ব্যাটারি আছে।
Vivo Y31 Pro 5G-তে 6.73 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,050 নিট পিক ব্রাইটনেস, 1,080x3,408 পিক্সেল রেজোলিউশন, ও 383 পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। ফোনটিতে 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত MediaTek Dimensity 7300 চিপসেট ব্যবহার করা হয়েছে। চিপটি চারটি 2.5 গিগাহার্টজ ক্লক স্পিডের পারফরম্যান্স কোর এবং চারটি 2,0 গিগাহার্টজের এফিশিয়েন্সি কোর নিয়ে গঠিত। এটি 8 জিবি LPDDR4X র্যাম এবং 256 জিবি পর্যন্ত UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত।
ভিভো ওয়াই31 প্রো 5G এর স্টোরেজও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 2 টিবি পর্যন্ত বাড়ানো যাবে। ছবি ও ভিডিয়ো তোলার জন্য ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ আছে। বেস মডেলের মতো এর সামনেও 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ডিভাইসটি Android 15 নির্ভর FuntouOS 15 সফটওয়্যারে চলে। এতে 6,500mAh ব্যাটারি থাকছে যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন